Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালমার সঙ্গে জুটি বেঁধে গাইলেন ডন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

একের পর এক শ্রোতাপ্রিয় গান গেয়ে সঙ্গীতজগতে আলাদা জায়গা করে নিয়েছেন সঙ্গীতশিল্পী এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি তিনি লেখালেখিও করেন। গাওয়ার পাশাপাশি গান লেখা এবং সুরও করেন। এই সঙ্গীতশিল্পী, গীতিকার এবং সুরকার ডন এবার গাইলেন শ্রোতাপ্রিয় ফোক গানের শিল্পী সালমার সাথে। এতদিন ডন এককভাবে গাইলেও প্রথমবারের মতো তিনি কোনো নারী শিল্পীর সাথে গাইলেন। ‘তুমি কিসের পাইকার বলো রে বন্ধু; খুচরা বুঝো না’ এমন শিরোনামে আধুনিক-ফোক ঘরনার গানটির লেখা এবং সুর ডন নিজেই করেছেন। গানটি নিয়ে তিনি বেশ আশাবাদী। গানটিই শ্রোতাদের মনে ঠাঁই করে নেবে বলে তার বিশ্বাস। ডন দেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন (গেমস অ্যান্ড স্পোর্টস) পদে কর্মরত। এর পাশাপাশি ক্রীড়াপ্রেমী, ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড় এবং একজন শিক্ষক। সঙ্গীতের প্রতি তার আকর্ষণ ছোটবেলা থেকে। ওস্তাদ ওয়াহিদুজ্জামান শিশিরের কাছে তার সঙ্গীতে হাতেখড়ি। গত বছর রোজার ঈদে এটিএন বাংলায় প্রথমবারের মতো একক সঙ্গীতানুষ্ঠানে গান গাওয়ার মধ্য দিয়ে পেশাদার শিল্পী হিসেবে ডন পথচলা শুরু করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ