Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম মৃত্যুর মুখে

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দাউদ ইব্রাহিম, তিনি আন্ডারওয়ার্ল্ড ডন। তার এক ইশারায় পুরো বিশ্বই কেঁপে ওঠে। যিনি আড়ালে বসে পুরো কালো জগৎটাকেই নিয়ন্ত্রণ করে চলেছেন দীর্ঘদিন ধরে। এবার সেই ডন মৃত্যুর মুখে! তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রের খবর। বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে, দাউদের পায়ে গুরুতর পচন ধরেছে। তেমন হলে পা বাদ দেওয়ার সিদ্ধান্তও নিতে পারেন চিকিৎসকরা। বর্তমানে করাচির লিয়াকৎ ন্যাশনাল হাসপাতালে ভর্তি আছেন দাউদ। এর আগে করাচিরই কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। এ ছাড়া দাউদকে বাঁচাতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি হয়েছে মেডিকেল বোর্ড। সূত্রের খবর, দাউদের পা বাদ দেওয়ার ব্যাপারেও ভাবনাচিন্তা করছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, দাউদের পায়ের পেশিতে পচন ধরেছে। উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসের কারণেই এই পচন বলে মনে করছেন চিকিৎসকরা। ওদিকে আন্তর্জাতিক চাপের ফলে চিকিৎসার জন্য দাউদকে করাচি শহরের বাইরে নিয়ে যেতে পারছে না পাক প্রশাসন। এমনকি গ্রেফতারির ভয়ে তাকে দুবাই পাঠাতেও ভরসা পাচ্ছে না তারা। ভারতের মোস্ট ওয়ান্টেড দাউদ বিশ্বের সেরা ১০ মাফিয়া ডনের অন্যতম। ১৯৯৩ মুম্বাই বিস্ফোরণের দোষী দাউদকে গত দুই দশক ধরে খুঁজছে ভারত। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম মৃত্যুর মুখে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ