Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শেখ রাসেল ক্লাব বক্সিং আজ শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২১, ৭:২৭ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে শেখ রাসেল ক্লাব কাপ বক্সিং প্রতিযোগিতা শুরু হচ্ছে মঙ্গলবার। বাংলাদেশ বক্সিং ফেডারেশনের আয়োজনে দু’দিন ব্যাপী প্রতিযোগিতায় প্রায় ১২০ জন পুরুষ ও নারী বক্সার অংশ নেবেন। ছয়টি ইভেন্টে খেলবেন ৯০জন পুরুষ ও ৩০ জন নারী বক্সার। এর মধ্যে পুরুষদের চারটি ২৭-২৯, ২৯-৩২, ৩২-৩৫, ৩৫-৩৮ এবং নারীদের দু’টি ৪০-৪২ ও ৪২-৪৫ ওজন শ্রেণীতে খেলা হবে। সোমবার বক্সিং ফেডারেশনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সহ-সভাপতি নিজামউদ্দিন চৌধুরী পারভেজ বলেন, ‘আমরা ইতোমধ্যে ৩০টি ক্লাবের নিবন্ধন পেয়েছি। আশাকরছি শেখ পর্যন্ত ৩৪টি ক্লাব অংশ নেবে।’ আবাসনের বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন বলেন, ‘পুরুষ বক্সারদের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ ও শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের ডরমেটরি এবং নারীদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে বক্সিং ফেডারেশনের ডরমেটরি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বক্সিং

১৯ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ