বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার জের ধরে হাতিয়ায় আরও দুইটি পূজা মন্ডপ ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় কর্তব্যরত দুই পুলিশ সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রেহানিয়ায় ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে হাতিয়া উপজেলা সংবাদদাতা মো. আকতার হোসেন জানান, মানিক সাধুর মন্দিরে স্থাপিত প্রতিমা ভাঙচুর করে দূর্বৃত্তরা। এরপর পার্শ্ববর্তী অন্য একটি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করে। এসময় দূর্বৃত্তদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থলে কোস্টগার্ড ও পুলিশ মোতায়েন রয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাতিয়া থানার ওসি মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।