বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুরের হাজীগঞ্জে গুলিতে তিনজন নিহত হয়েছে। বুধবার এশার নামাজের পর এ ঘটনা ঘটে। পুলিশসহ আহত হয়েছে ৩৫ জন । পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেইসাথে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাব ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার এশার নামাজের পর কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল বের করে। এসময়ে বিক্ষুব্ধরা বাজারের একটি পূজামণ্ডপে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, নিহতরা হলো উপজেলার বড়কুল ইউনিয়নের রায়চোঁ গ্রামের আলামিন(১৮), চাপাইনবাবগঞ্জ এলাকার বাবলু ও হাজীগঞ্জ রান্ধুনীমুড়ার সেকান্দার আলী বেপারী বাড়ীর ফজলুল হকের একমাত্র ছেলে ইয়াছিন হোসেন হৃদয় (১৫)।
এই ঘটনার বিষয়ে পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ১৭/১৮ জন পুলিশ আহত হয়েছে। তবে মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।