Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিজিটাল বাকশাল সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়

গাজীপুরে বিএনপির পরিচিতি সভায় বক্তারা

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ৬:৪৭ পিএম

গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সালাহ উদ্দিন সরকার বলেছেন, ‘ডিজিটাল বাকশাল সরকার’ এর অধীনে আর কোন নির্বাচনে আমরা অংশ নেব না। এক দফা আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে জনগণ ভোটাধিকার ফিরে পাবে, সাংবাদিকরা স্বাধীনভাবে লেখার অধিকার ফিরে পাবে। তিনি বলেন, এই সরকার ডাকাত সরকার। এই ডাকাত সরকার পতনের একদফা আন্দোলনে যারা হামলা-মামলা খাবে তাদের কোন পয়সা খরচ করতে হবে না। এবার আন্দোলন করতে গিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে তার সকল দায়দায়িত্ব নেয়া হবে।

বুধবার স্থানীয় ভাওয়ান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় সালাহ উদ্দিন সরকার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানের প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন বলেন, আন্দোলন-সংগ্রাম ছাড়া এই সরকারকে উৎখাত করা যাবে না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এবার পিছপা হওয়ার কোন সুযোগ নেই। তিনি বলেন, পদ নিয়ে রাজপথে থাকতে হবে, ঘরে বসে থাকার ইচ্ছা থাকলে পদ ছেড়ে দিতে হবে। বিএনপি শ্বশুর বাড়ি নয়; এটা লাজ-অভিমানের জায়গা না। যারা রাজনীতিতে আসছেন তারা ছাত্রজীবন থেকেই অনেক পরীক্ষা দিয়েই আসছেন। এবার রাজপথের পরিক্ষিত নেতাদের দিয়েই কমিটি করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, মহানগর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক সাবেক কাশিমপুর ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন সরকার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ আহমেদ। বাসন মেট্রো থানা বিএনপির আহবায়ক মো. বশির আহমেদ বাচ্চুর সভাপতিত্বে ও সদস্য সচিব গাসিক কাউন্সিলর মোসলেম উদ্দিন চৌধুরী মূছার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, মীর হালিমুজ্জামান ননী, মো. মাহাবুবুল আলম শুকুর, গাসিক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, মো. আব্দুস সালাম শামীম, মো. হুমায়ুন কবির রাজু, মো. জয়নাল আবেদীন তালুকদার, সরকার জাবেদ আহমেদ সুমন, মো. রাশেদুল ইসলাম কিরণ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আনারুল ইসলাম, গাসিক কাউন্সিলর মোহাম্মদ তানভীর আহমেদ, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক সাবেক কাউন্সিলর শেখ মোহাম্মদ আলেক, সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, কোনাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক রবিউল আলম রবি, সদস্য সচিব সাজ্জাদুর রহমান মামুন, আব্দুর রহিম খান কালা, মো. সাইফুল ইসলাম টুটুল, মোহাম্মদ হারুনুর রশিদ, মো. আব্দুর রশিদ ডালি, মো. লিয়াকত আলী, মো. আতাউর রহমান, মো. শরীফ আজাদসহ বাসন মেট্রো থানা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজীপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ