Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনা জেলায় অপরাধ বেড়েছে মহানগরে কমেছে

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

গত এক মাসে খুলনা জেলায় অপরাধ বেড়েছে। কমেছে মহানগরে। গতকাল দুপুরে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল উপস্থাপিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী সেপ্টেম্বর মাসে খুলনা জেলার ৯ থানায় ১৭৩টি মামলা দায়ের করা হয়েছে যা বিগত আগস্ট মাসে জেলায় দায়ের হওয়া মামলা থেকে আটটি বেশি। খুলনা মহানগরীর (কেএমপি) ৮ থানায় সেপ্টেম্বর মাসে ১৪৫টি মামলা দায়ের হয়েছে যা বিগত আগস্ট মাসে দায়ের হওয়া মামলা হতে ২৪টি কম। জেলার গ্রাম আদালতসমূহে সেপ্টেম্বর মাসে ৮২টি মামলা দায়ের ও ৭৫টি মামলা নিষ্পন্ন হয়েছে।
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মনিররুজ্জামান তালুকদার। সভাপতির বক্তৃতায় তিনি বলেন, সময়ের সাথে অপরাধের ধরণ পরিবর্তন হচ্ছে। দেশে মাদক এবং নারী-শিশু নির্যাতন বিষয়ে মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইন্টারনেট ও মাদকের অপব্যবহার যুবসমাজকে ভুল পথে নিয়ে যাচ্ছে। আসন্ন দুর্গাপূজা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি পালন ও মাস্ক পরিধানের ওপর জোর দিতে হবে।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, খুলনা জেলায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সাথে হবে। মেধাবী ও শারীরিকভাবে সক্ষম ব্যক্তিরাই পুলিশে নিয়োগ পাবে।
সভায় সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত আট দিনে খুলনা জেলায় করোনায় আক্রান্ত হয়ে কোন ব্যক্তির মৃত্যু হয়নি। বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪১ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন। জেলায় এ পর্যন্ত ১১ লাখ সাত হাজার সাতশত ৪৬ জন করোনা ভ্যাকসিনের জন্য অনলাইনে নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রায় দুই লাখ ৫০ হাজার জন টিকার জন্য অপেক্ষমান আছেন। জেলায় টিকার সঙ্কট নেই এবং টিকা দেওয়ার গতি বৃদ্ধি করা হয়েছে।
সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার সভায় জানান, বাজারে মসুর ডাল, পেঁয়াজ ও ডিমের দাম নতুন করে বৃদ্ধি পেয়েছে। চাল ও ভোজ্য তেলের দাম আগে থেকেই বেশি ছিলো। সাধারণ মানুষের জন্য টিসিবি বাজারদর থেকে কম দামে পণ্য বিক্রি করছে। এর সুষ্ঠু ব্যবস্থাপনায় আরো নজরদারী করা প্রয়োজন।
র‌্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ অক্টোবর র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন খুলনা সফর করবেন। সফরকালে তিনি নগরীর তিনটি পূজামন্ডপ পরিদর্শন করবেন।
কোস্টগার্ডের চীফ পেটি অফিসার দীপন ভৌমিক জানান, ১২টি স্টেশন আউটপুটের মাধ্যমে ইলিশ সংরক্ষণে অভিযান চলমান রয়েছে। দুর্গাপূজায় প্রতিমা বিসর্জন স্থানে কোস্টগার্ডের স্পিডবোটের টহল থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহানগর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ