Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীঘ্রই কাউন্সিলের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া শুরু সিলেট মহানগর বিএনপির

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৪ পিএম

শীঘ্রই কাউন্সিলের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া শুরু হবে সিলেট মহানগর বিএনপির। এ বিষয়ে প্রতিটি ওয়ার্ডে সদ্য গঠিত আহ্বায়ক কমিটিকে নির্দেশ দিয়েছে মহানগর বিএনপি। প্রতি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর দলীয় কার্যক্রমে আরও গতিশীলতা তৈরি হবে বলে মনে করছেন নেতাকর্মীরা।

সর্বশেষ মহানগরীর ১৩ নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করেছেন মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী। এর মধ্য দিয়ে মহানগরীর ২৭টি ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন হলো। পাশাপাশি শীঘ্রই কাউন্সিলের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বিভিন্ন নির্দেশনাও দিয়েছেন দলটির নেতৃবৃন্দ। আজ বুধবার (৭ সেপ্টেম্বর) সিলেট মহানগ বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্যটি।

১৩ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আহ্বায়ক করা হয়েছে গুলজার আহমদকে। সদস্যরা হলেন- মোহাম্মদ আহমদ মিয়া, মোহাম্মদ কুতুব উদ্দিন খান, কাদির মিয়া, মো. ফয়সল মাহমুদ, মো. আব্দুল মুনিম, মে. মুবিনুল হক চৌধুরী রাহি, আব্দুল্লাহ আল মামুন পারভেজ, মো. বেলাল উদ্দিন, মামুন হোসেন ভুট্টো, শেখ মুহিবুল আলম, ইকবাল হাসান, মো. আবুল হোসেন, মো. কামরুল হাসান, ইউসুফ কবির তুহিন, মো. জাহাঙ্গির আলম, তিলক চৌধুরী, ডা. রুসলাম ইসলাম, জয়দ্বীপ চৌধুরী, রাজিব পাল, অজয় কান্তি দাস।

মহানগর বিএনপি সূত্র জানায়, শীঘ্রই কাউন্সিলের মাধ্যমে প্রতিটি ওয়ার্ড কমিটি গঠনের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। নির্দেশনার মধ্যে-অতি শীঘ্রই নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে ওয়ার্ড কমিটির সম্মেলন সম্পন্ন করতে হবে ও এই সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন তবে ওয়ার্ডের আহবায়কগণ কাউন্সিলে প্রার্থী হতে পারবেন না, পাড়া কমিটির সদস্যগণ ওয়ার্ড কমিটির কাউন্সিলে কাউন্সিলর হবেন, প্রতিটি ওয়ার্ডে সভা করে পাড়া কমিটি গঠন হবে, ওয়ার্ডের আহবায়ক কমিটির সদস্যগণ সংশ্লিষ্ট পাড়া কমিটিতে অন্তর্ভূক্ত থাকবেন, প্রতিটি পাড়া কমিটিতে একজন সভাপতি-একজন সহ সভাপতি-একজন সাধারণ সম্পাদক-একজন যুগ্ন সম্পাদক-একজন সাংগঠনিক সম্পাদক ও ৬ জন সদস্য নিয়ে গঠিত হবে, সকল পাড়া কমিটি সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির আহবায়কের স্বাক্ষরক্রমে মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের কাছে জমা দিতে হবে এবং মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের অনুমতিক্রমে প্রতিটি ওয়ার্ডে সম্মেলনের তারিখ নির্ধারণ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ