Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে মহানগর পুলিশের কর্মশালা

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

শিশু আইন-২০১৩’ এর আলোকে থানার ওসি এবং শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাদের জন্য খসড়া গাইডলাইনের ওপর মতামত প্রদানের লক্ষ্যে বরিশাল মহানগর পুলিশে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে কর্মশালায় পুলিশ সদরদফতর থেকে প্রেরিত গাইডলাইনস পর্যালোচনা করে থানার ওসিসহ শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। কর্মশালায় পুলিশ কমিশনার সংশ্লি­ষ্ট সকলকে শিশু আইন-২০১৩ এবং গাইডলাইনস পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছেন। কর্মশালায় মুখ্য সমন্বয়ক ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপস মো. রাসেল, গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ এনামুল হক। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর সুবীর কুমার সাহা, প্রবেশন অফিসার শ্যামল সেনগুপ্ত ছাড়াও বিএমপির কর্মকর্তারা সংযুক্ত খসড়া গাইডলাইনসের ওপর গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

কর্মশালায় বিএমপির ৪টি থানার ওসি ছাড়াও শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তারা অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহানগর পুলিশের কর্মশালা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ