নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মোহামেডান ব্লুজ গত দুই ম্যাচে যেন শুধু খেলার জন্যই খেলছিল। ছিল না কোনো পরিকল্পনা। সেই দুইটি ম্যাচ করেছিল ড্র। কিন্তু গতকাল সেই ধারা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। জাতীয় দলের সাবেক দুই তারকায় জ্বলে উঠেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের (লাল) বিরুদ্ধে। জিতেছে ৪-১ গোলে। রনি করেছেন হ্যাটট্রিক, লিগে যা তৃতীয়। অপর গোলটি করে জাফর ইকবাল। মুক্তিযোদ্ধার আফছার পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করে। এ জয়ের ফলে মোহামেডান ব্লুজ তিন খেলায় পাঁচ পয়েন্ট এবং সমসংখ্যক খেলা শেষে মুক্তিযোদ্ধা পেয়েছে এক পয়েন্ট।
সাখাওয়াত হোসেন রনি ও জাফর ইকবালের সমন্বয়ে গড়া মোহামেডান ব্লুজ মাঠে খেলতে নেমে খুবই ভালো খেলেছে। তাদের খেলা দেখে মনে হয়েছে সাদাকালো জার্সিধারী এ দলটি স্বরূপে ফিরে এসেছে। খেলার ১৫ মিনিটের মধ্যে রনি ২টি, জাফর ইকবাল ১টি গোল করে দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই রনি আরো একটি গোল করলে হ্যাটট্রিক পূর্ণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।