Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় সড়ক দুর্ঘটনায় সেলস অফিসার নিহত

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২১, ৫:৩৭ পিএম

মাগুরা -ঝিনাইদহ সড়কের ইছাখাদা এলাকায় সড়ক দুঘর্টনায় কুন্তল বকসী (৩০) এক যুবক নিহত হয়েছে। সে শালিখা উপজেলার আড়পাড়া দূর্গাপুর গ্রামের বিষ্ণুপদ বকসীর ছেলে।

পুলিশ জানায়, ট্রান্সকম ইলেকট্রনিক্স কোম্পানীতে সেলস অফিসার হিসেবে কর্মরত কুন্তল বকসী রবিবার সকালে ঝিনাইহের গাড়াগঞ্জ বোনের বাড়ি থেকে মাগুরায় ফিরছিলেন। পথে ইছাখাদা দরগাহ গেট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এ ঘটনার পর এলাকাবাসি তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘাতক পিকআপটি আটকের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ