Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসএ গেমসে স্বর্ণ জিততে চান ইমরান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

সুযোগ পেলে আগামী সাউথ এশিয়ান (এসএ) গেমসে দেশের হয়ে স্বর্ণপদক জিততে চান ইংল্যান্ড প্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমান। জাতীয় অ্যাথলেটিক্স দলে জায়গা পাওয়ার লক্ষ্যে ট্রায়ালে অংশ নিতে গত মঙ্গলবার লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছান তিনি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) গতকাল ইমরানের ট্রায়াল অনুষ্ঠিত হয়। যেখানে ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪০ সেকেন্ড এবং ৬০ মিটারে ৬.৫০ সেকেন্ড সময় নিয়ে দৌঁড় শেষ করেন তিনি। লন্ডনে ১০০ মিটার স্প্রিন্টে তার টাইমিং ১০.২৭ সেকেন্ড এবং ৬০ মিটারে ৬.৬৮ সেকেন্ড। তবে সেখানে ইলেক্ট্রোনিক্স টাইমিংয়ে দৌঁড়ালেও কাল বিকেএসপিতে ইমরানুর রহমানকে হ্যান্ড টাইমিংয়েই ট্রায়াল দিতে হয়। ট্রায়াল শেষে বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইমরান জানান, নিজেকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী তিনি। আসন্ন এসএ গেমসের ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের হয়ে স্বর্ণপদক জিততে চান। ইমরান বলেন, ‘সর্বশেষ নেপাল এসএ গেমসে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণজয়ী মালদ্বীপের সাঈদ হাসানের টাইমিং ছিল ১০.৪৯ সেকেন্ড। আর ঢাকায় হ্যান্ডটাইমিংয়ে আমার সময় লেগেছে ১০.৪০। নিয়মিত অনুশীলন করতে পারলে আশাকরি দেশের হয়ে এসএ গেমসে স্বর্ণপদক জিততে পারবো।’ তিনি যোগ করেন,‘আমার মা-বাবা বাংলাদেশি। আমিও জন্মসূত্রে বাংলাদেশি। সিলেটে জন্ম আমার। তাই আমি লাল-সবুজের হয়ে ট্র্যাকে লড়তে চাই।’
বিকেএসপির সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সহ-সভাপতি ফারুকুল ইসলাম বলেন, ‘ইমরানের ৬০ মিটার স্প্রিন্টের টাইমিং এশিয়ান পর্যায়ের হলেও ১০০ মিটারে কিছুটা পিছিয়ে রয়েছে। অনুশীলন করলে তার সময় আরও কমবে।’ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু বলেন, ‘ইমরান নিজের টাইমিংয়ে উন্নতি করতে পারলে আমরা তাকে এশিয়ান ইনডোর গেমস ও বিশ্ব ইনডোর গেমসে পাঠানোর চেষ্টা করবো। তাছাড়া অক্টোবরে জুনিয়রের পর ডিসেম্বরে অনুষ্ঠিতব্য সিনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ইমরানকে খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছি আমরা। আশাকরি সে সিনিয়র প্রতিযোগিতায় খেলবে।’
১২ অক্টোবর ঢাকা থেকে লন্ডনে ফিরে যাবেন ইমরান। তিনি জানান, সিনিয়র অ্যাথলেটিক্সে অংশ নিতে ডিসেম্বরে ফের দেশে আসবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএ গেমস

১ জানুয়ারি, ২০২০
১০ ডিসেম্বর, ২০১৯
৯ ডিসেম্বর, ২০১৯
৯ ডিসেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ