Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুটবলে সেরা নেপালই

স্পোর্টস রিপোর্টার, নেপাল থেকে | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৯, ৮:৫৮ পিএম

নেপাল সাউথ এশিয়ান (্এসএ) গেমস ফুটবলে বাংলাদেশ ব্যর্থ হলেও স্বাগতিক নেপাল ঠিকই সেরার খেতাব জিতে নিয়েছে। মঙ্গলবার বিকেলে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে এসএ গেমস ফুটবলের ফাইনালে নেপাল ২-১ গোলে ভুটানকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেয়। বিজয়ী দলের হয়ে অভিষেক রিজাল ও সুনীল বাল একটি করে গোল করেন। ভুটানের পক্ষে এক গোল শোধ দেন চেনচো। ফুটবল ফাইনাল এবং এসএ গেমসের সমাপণী অনুষ্ঠানকে উপলক্ষ্য করে এদিন দশরথে যেন নেমেছিল দর্শকের ঢল। প্রায় ১৭ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। সমর্থকদের গগন বিদারী চিৎকার এবং করতালিতে মুখরিত ছিল দশরথ। নিজ দেশের ফুটবলকে দক্ষিণ এশিয়ার সেরার আসনে বসাতে ফইনালে দারুণ খেলে নেপাল। তবে ভুটানও খারাপ খেলেনি। ম্যাচের শুরু থেকে আক্রমণাতœক ফুটবল উপহার দেয়া স্বাগতিক দল ১৭ মিনিটে গোল আদায় করে নেয়। এসময় অভিষেক গোল করে নেপালকে এগিয়ে নেন (১-০)। তবে ৩৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ভুটান অধিনায়ক চেনচো গোল শোধ দিলে জমে ওঠে ম্যাচ (১-১)। অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতে নেপাল ফের গোল দিলে দর্শকদের উল্লাসে ফেটে পড়ে দশরথ। ম্যাচের ৫৪ মিনিটে সুনীল বাল নেপালের পক্ষে দ্বিতীয় গোলটি করেন (২-১)। বাকি সময় আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও আরো কোন গোল হয়নি। ফলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ম্যাচে েিত স্বর্ণ জয় করে নেপালীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএ গেমস

১ জানুয়ারি, ২০২০
১০ ডিসেম্বর, ২০১৯
৯ ডিসেম্বর, ২০১৯
৯ ডিসেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ