Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্মসূচি চূড়ান্ত করতে পেশাজীবীদের সাথে বসছে বিএনপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্দলীয় নিরপেক্ষ সরকারসহ একগুচ্ছ দাবি আদায়ে এবার ভিন্ন কৌশল অবলম্বন করছে বিএনপির হাইকমান্ড। সরকারের কোনো পাতানো ফাঁদে সহসাই পা ফেলতে চায় না দলটি। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন নিয়ে সতর্ক অবস্থানে থাকবে বিএনপি

দলটির অধিকাংশ কেন্দ্রীয় এবং তৃণমূল নেতাদের মতে- আওয়ামী লীগ সরকারকে মোকাবেলায় ঐক্যবদ্ধ ও সমন্বিত আন্দোলনের বিকল্প নেই। এজন্য বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে পুনর্গঠন করা জরুরি। স¤প্রতি দলের কেন্দ্রীয় ও জেলা নেতাদের সিরিজ বৈঠকে এ ধরনের প্রস্তাবনা এসেছে। বিভিন্ন পর্যায়ের নেতাদের এই অভিন্ন মতামতকে গুরুত্ব দিয়ে আন্দোলনের পরিকল্পনা প্রণয়নে দফায় দফায় বৈঠক করছেন নীতিনির্ধারকরা। সেইসাথে সমমনা অন্যান্য বিরোধী রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিকদেরকে একই প্লাটফর্মে আনার পরিকল্পনা রয়েছে বিএনপির। গত ১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বর এবং ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর দুই দফায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সম্পাদক ও সহ-সম্পাদকমন্ডলী, নির্বাহী কমিটির সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং জেলা সভাপতিদের সাথে পৃথকভাবে ধারাবাহিক মতবিনিময় করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সাথে আবারো মতবিনিময়ের সিদ্ধান্ত হয়। সিরিজ বৈঠকের ধারাবাহিকতায় এবার বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের মতামত নেয়া হবে। আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার বিকেলে গুলশানে পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠক হবে। এর আগে গত ২৯ সেপ্টেম্বর রাতেও পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতাদের সাথে মতবিনিময় করেন তারেক রহমান। তারও আগে ২৭ ও ২৮ আগস্ট ঢাকা বারের আইনজীবীদের সাথে মতবিনিময় করেন তিনি। সব বৈঠকেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার ৩২টি পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় হবে। আজ প্রথমদিনে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল সাড়ে তিনটায় মতবিনিময় সভা শুরু হবে। মতবিনিময় সভায় স্কাইপের মাধ্যমে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।

পেশাজীবী ৩২টি সংগঠনের উল্লেখ্যযোগ্য হচ্ছে- এফবিসিসিআই, সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদ, জিয়াউর রহমান ফাউন্ডেশন-জেডআরএফ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব), জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), ঢাকা বিশ^বিদ্যালয় সাদা দল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জিয়া পরিষদ, জাতীয় প্রেসক্লাব, শিক্ষক কর্মচারী ঐক্যজোট, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা আইনজীবী সমিতি, সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী ফোরাম, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাব, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাব, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিএ্যাব), ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন-ডিএ্যাব, নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, জি-নাইন, জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজে, মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- এম-ট্যাব, ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন-ডিএ্যাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ