Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা

শিবচরে ৩৮ জেলের ১ বছর করে কারাদন্ড

শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

কৌশল পাল্টে শেষ রাত থেকে পদ্মা নদীতে নামছে জেলেরা। মাদারীপুর জেলার শিবচরে ইলিশ সংরক্ষণ অভিযানে ইলিশ শিকারের দায়ে ৩৮ জেলেকে ১ বছর করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪ কেজি মা ইলিশ জব্দ করা হয়। গত বুধবার দিবাগত রাত ৩টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত শিবচরের পদ্মানদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ১৯ হাজার ৮শ’ মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে পদ্মা নদীর বিভিন্ন স্থানে গভীর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের একটি টিম। এসময় পদ্মা নদীতে নিষেধ অমান্য করে ইলিশ শিকার করায় ৩৩ জেলেকে নদী থেকে আটক করে পুলিশ। এর আগে ৫ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক বছর করে সাজা প্রদান করা হয়। এসময় জব্দকৃত ইলিশ ধরার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এম রকিবুল হাসান জানান, আমরা অভিযানের শুরু থেকে কঠোরভাবে পর্যবেক্ষণ করছি। জেলেরা অভিযান এড়াতে কৌশল পাল্টে শেষ রাতে নদীতে নামছে বলে খবর আসে আমাদের কাছে। সে মোতাবেক রাত ৩টায় অভিযান চালানো হয়। এসময় অনেক জেলে নৌকার উপস্থিতি দেখতে পাই। এসময় ইলিশ শিকার করার অপরাধে তাদের আটক করে সাজা দেয়া হয়। পদ্মায় নিয়মিত আমাদের অভিযান চলবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদন্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ