Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালী নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড, ৫২ টি দোকান ভস্মীভূত

ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২১, ১১:৪১ এএম

পটুয়াখালীর নিউমার্কেটে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫২টি দোকান ভস্মীভূত হয়েছে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ থেকে ৫০ কোটি টাকা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে।

নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ জালাল খান জানান, আজ (বৃহস্পতিবার) ভোর রাত আনুমানিক ৪ টার দিকে পটুয়াখালী নিউমার্কেটের হার্ডওয়ার পট্টি থেকে এই আগুনের সূত্রপাত হয় পরবর্তীতে তা ছড়িয়ে পড়লে নিউমার্কেটের একাধিক চাউলের আড়ত, বড় হার্ডওয়ারের দোকান, মুদি মনোহারী দোকান সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দুই ঘন্টা প্রচেষ্টার পড়ে সকালে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ