Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেসবুক বিতর্ক এবার মার্কিন সিনেটে

মুনাফায় অগ্রাধিকারের অভিযোগ অস্বীকার জাকারবার্গ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

গত রোববার ফেসবুকের বিরুদ্ধে টেলিভিশনে বোমা ফাটিয়েছিলেন তিনি। এবার মার্কিন সেনেটে নিজের বক্তব্য স্পষ্ট করলেন ফেসবুকের সাবেক ডেটা বিজ্ঞানী ফ্রান্সেস হাউজেন। তিনি একসময় ফেসবুক সংস্থায় ডেটা বিজ্ঞানীর কাজ করতেন। তার দাবি, সে সময়ের বহু গোপন নথি তিনি দেখেছেন। ফেসবুকের প্রভাব সমাজের উপর কীভাবে পড়তে পারে, তার স্পষ্ট সতর্কবার্তা ছিল ওইসব নথিতে। কিন্তু ফেসবুক কখনোই তা আমল দেয়নি। এদিকে, ফেসবুক তার ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা রক্ষায় যথেষ্ট যত্নবান নয় এবং প্রতিষ্ঠানটি নিরাপত্তামূলক পদক্ষেপ নেয়ার চেয়ে মুনাফাকে প্রাধান্য দেয় বলে অভিযোগ উঠেছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

ফেসবুক ক্ষতি করছে সমাজের। মানুষে মানুষে বিভেদ তৈরিতে ইন্ধন দিচ্ছে। ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে ব্যাপক অংশের মানুষে কাছে। এমন পরিস্থিতি যে তৈরি হবে, অনেক আগেই ফেসবুক কর্তৃপক্ষ তা জানতেন। কিন্তু পপুলার হওয়ার ঝোঁকে তারা এই বিষয়গুলিকে আমল দেয়নি। গত রোববার ফেসবুকের বিরুদ্ধে এমনই বোমা ফাটিয়েছিলেন ফ্রান্সেস হাউজেন। রোববার এক টেলিভিশন চ্যানেলের প্রাইমটাইম শোয়ে এই অভিযোগগুলো সামনে আনেন ফ্রান্সেস। এরপর মঙ্গলবার মার্কিন সেনেট তাকে ডেকে পাঠায়। সেনেটের সামনে অন রেকর্ড ফের তিনি নিজের অভিজ্ঞতার কথা বলেন। কংগ্রেস এবং সেনেটের সদস্যরা তা শোনেন। ফেসবুকের সাবেক ডেটা বিজ্ঞানীর বক্তব্য, অ্যালগোরিথমস কীভাবে ভুল তথ্য ছড়িয়ে দিতে পারে, এ বিষয়ে বহু আগেই সতর্ক করা হয়েছিল ফেসবুককে। ফেসবুককে ব্যবহার করে কীভাবে কিছু ব্যক্তি এবং গোষ্ঠী বিভেদ এবং বিদ্বেষের বিষ ছড়াতে পারে, সে বিষয়েও রিপোর্ট দেওয়া হয়েছিল ফেসবুক কর্তৃপক্ষকে। কিন্তু তারা তা আমল দেননি। সাকারবার্গ থেকে শুরু করে ফেসবুকের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা কেবল একটিই বিষয়ের দিকে লক্ষ্য রেখেছিলেন। কীভাবে পপুলারিটি বাড়ানো যায়। এবং তা করতে গিয়ে সমাজের কথা তারা ভুলে গেছিলেন।

ফ্রান্সেসের অভিযোগ, ফেসবুক ছোটদের ব্যাপক ক্ষতি করছে। ফেসবুক এবং ইনস্টাগ্রাম ছোটদের নেশায় পরিণত হচ্ছে। যেভাবে ছোটবেলায় না বুঝে ছোটরা সিগারেটের নেশায় ডুবে যায়। পরে ছাড়তে চাইলেও ছাড়তে পারে না, তেমনই ফেসবুক এবং ইনস্টাগ্রামে নেশা হয়ে যাচ্ছে যুবসমাজের। আর এটাই চান ফেসবুক কর্তৃপক্ষ। পরবর্তী জেনারেশনের মধ্যেও তারা এভাবেই ফেসবুকের নেশা ঢুকিয়ে দিতে চাইছে। ফ্রান্সেসের বক্তব্য, ইনস্টাগ্রাম ব্যবহার বয়স অন্তত ১৩ থেকে বাড়িয়ে ১৬ বা ১৮ করা উচিত। সাধারণত, মার্কিন সেনেটে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা কোনো বিষয়েই একমত হন না। কিন্তু এদিনে ফ্রান্সেসের কথা শোনার পর তারা কার্যত একই ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন। দুই তরফেরই বক্তব্য, ফ্রান্সেসের কথাগুলি যুক্তিপূর্ণ। এ বিষয়ে সতর্ক হওয়া উচিত এবং সমাজমাধ্যমগুলি কী পদক্ষেপ নিতে পারে, তা দেখা দরকার। সেনেটে এই সভা হওয়ার ঘণ্টাখানেক পরে একটি ব্লগ লেখেন ফেসবুকের প্রধানমার্ক সাকারবার্গ। ফ্রান্সেসের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, কিছু যুক্তিহীন কথা বলেছেন ওই নারী। ফেসবুককে কলঙ্কিত করতেই এ কাজ তিনি করেছেন। তার প্রতিটি বক্তব্যকে খণ্ডন করা সম্ভব।

এদিকে, ফেসবুকের সিইও জাকারবার্গ মঙ্গলবার বলেছেন, কোম্পানির বিরুদ্ধে নিরাপত্তার চেয়ে মুনাফায় অগ্রাধিকারের অভিযোগ ‘একেবারেই সত্য নয়’। কর্মীদের উদ্দেশে লেখা এক চিঠিতে জাকারবার্গ বলেন, ‘অভিযোগে যে বলা হচ্ছে, মুনাফা বাড়াতে আমরা মানুষকে ক্ষেপিয়ে তোলা কন্টেন্টের প্রচার বেশি করে করি, তা একেবারেই অযৌক্তিক।’ ফ্রান্সেস হাউজেন সেনেটের শুনানিতে অভিযোগ আনার পর ফেসবুকের কর্মীদের উদ্দেশে চিঠি লেখেন মার্ক জাকারবার্গ। পরে তার ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করেন। সূত্র : এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেসবুক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ