Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সড়কের শৃঙ্খলায় রোবট সিঙ্গাপুরে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ছোট্ট ও বেশ শৃংখলিত রাষ্ট্র সিঙ্গাপুর। সড়কে শৃংখলা ও কঠোর আইনের শাসনের কারণে বিশ্বব্যাপী পরিচিত দেশটি। এমনকি আইন-শৃংখলা ঠিক রাখতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারেও জুড়ি নেই তাদের। এবার নিয়ন্ত্রণ ও শৃংখলা আরও বাড়াতে সড়কে টহল রোবট নামিয়েছে দেশটি। বুধবার বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুর রোবট টহলের মাধ্যমে আরও বেশি শৃংখলা নিশ্চিতের বিষয়টি যাচাই করে দেখছে। পথচারীদের ভিড় বেশি এমন রাস্তায় পরীক্ষামূলকভাবে রোবট নামানো হয়েছে। মানুষের অনাকাক্সিক্ষত সামাজিক আচরণ নিয়ন্ত্রণেই সড়কে রোবট নামিয়েছে দেশটি। এতে আরও বলা হয়েছে, অত্যাধুনিক প্রযুক্তির এই রোবটের নাম জাভিয়ের। জাভিয়েরের কাজই ছিল পথচারীদের ভিড় বেশি এমন রাস্তায় কেউ নিয়ম-শৃংখলা ভাঙছে কিনা তা তদারকি করা। সিঙ্গাপুর টহল রোবটের এই কার্যক্রম পরীক্ষামূলকভাবে গত সেপ্টেম্বরে শুরু হয়। দেশটির তোয়া পেইওহো সেন্ট্রাল এলাকার ভিড় তদারকি করতে রোবটটিকে তিন সপ্তাহের জন্য দায়িত্ব দেয়া হয়েছিল। দেশটির নিয়ম অনুযায়ী যেসব আচরণ ‘অনাকাক্সিক্ষত সামাজিক আচরণ’সেগুলো কেউ করছে কিনা, তাই নজরদারি করছিল রোবটটি। এএফপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ