Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাভারে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২১, ৭:৪২ পিএম

ঢাকার সাভারে প্রকাশে অস্ত্র উঁচিয়ে মহড়া দেয়ার সময় রাকিব নামে একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করেছে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি। বুধবার সন্ধ্যায় হেমায়েতপুর পূর্বহাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো: রাকিব (২৬) পূর্বহাটি গ্রামের নাজিম উদ্দিন নামে এক ব্যক্তির দেহরক্ষী হিসেবে এলাকায় পরিচিত।

ট্যানারি পুলিশ ফাঁড়ির এসআই জাহিদ খান জানান, পূর্বহাটী এলাকায় রাকিব, বুলবুলসহ কয়েকজন অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিলো। স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে তাদেরকে ধাওয়া করে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে রাকিবকে অস্ত্র ও গুলিসহ আটক করে। এ সময় বুলবুল দৌঁড়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, অস্ত্রের উৎসের ব্যাপারে রাকিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার সঙ্গে থাকা বুলবুলকে আটকের চেষ্টা চলছে। এছাড়া নাজিম উদ্দিনের বাপারেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাভার

২৫ ফেব্রুয়ারি, ২০২২
৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ