Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় তক্ষকসহ চোরা কারবারী আটক

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২১, ৬:৪১ পিএম

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে অভিযান পরিচালনা করে বিরল প্রজাতির ১টি তক্ষকসহ এক চোরাকারবারীকে আটক করা হয়েছে।

আজ বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট এম, মামুনুর রহমানের নেতৃত্বে আউট পোস্ট নলিয়ানের একটি অপারেশান দল নলিয়ান বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাকারবারী মনোজ বৈষ্যকে (৩৫) তক্ষকসহ আটক করে। সে স্থানীয় সুতারখালী গ্রামের অজিব বৈষ্য’র ছেলে মনোজ বৈষ্য(৩৫)।

আটককৃত তক্ষকটির আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার টাকা বলে কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে। তক্ষকটির ওজন ২২০ গ্রাম ও দৈর্ঘ্য ১২ইঞ্চি। উদ্ধারকৃত তক্ষক ও আটককৃত ব্যক্তিকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ