Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলা হযরতের দর্শন মানবতার মুক্তির দিশারী

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ৮:১১ পিএম

চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেযা খান ব্রেরলবি (রহ.) এর ১০৩ তম ওফাত বার্ষিকীতে আলা হযরত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আলা হযরতের দর্শন মানবতার মুক্তির দিশারী। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ইসলামের মৌলিক বিষয়ের উপর যখনি আঘাত হেনেছে তাৎক্ষণিক লেখনি ও বক্তব্যের মাধ্যমে তার জবাব দিতে সময়ক্ষেপন করেননি। ইমামে আযম ও আলা হযরত গবেষণা পরিষদ এর উদ্যোগে জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি অছিয়র রহমান আল-কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

রাজধানীর শাহজাহানপুরস্থ গাউছুল আযম জামে মসজিদের ২য় তলায় আজ মঙ্গলবার বিকেলে কনফারেন্সে প্রধান অতিথি আরও বলেন,বর্তমান ইসলাম শিক্ষা একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইসলামের সঠিক শিক্ষা না থাকায় মুসলিম পরিবারে জন্ম নেয়া ছেলে-মেয়েরা জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়ছে। বিদেশ থেকে আমদানী করা নব্য ফেরকা এসব ধ্বংসের জন্য অনেকাংশে দায়ী। ইসলামের সুমীয় বাণী যেভাবে আ’লা হযরত প্রতিটি রন্দ্রে রন্দ্রে পৌঁছিয়ে দিয়ে সারা বিশ্বের মানবতার হৃদয়ে স্থান করে নিয়েছেন তা আমাদেরকেও অনুসরণ করার মাধ্যমে নিজেকে একজন মানবতাবাদী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। সংগঠনের আহবায়ক মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হকের উপস্থাপনায় আরো আলোচনা করেন, পিএইচপির চেয়ারম্যান আলহাজ সুফি মিজানুর রহমান, পীরে তরিকত শাহ আহসানুজ্জামান,

ড. মাহবুবুর রহমান, ড. মোহাম্মদ আবদুল অদুদ, মুফতি মাহমুদুল হাসান কাদেরী, মুফতি হাফেজ মুনিরুজ্জামান কাদেরী, অ্যাডভোকেট মাহবুব উল আলম আশরাফী, আলহাজ মোহাম্মদ শাহ আলম, ড. মাওলানা হাফিজুর রহমান, ম ম ম জিলানী, মাওলানা ছোলাইমান খান রাব্বানী, ড. মাসুম বাকি বিল্লাহ, আলহাজ আবদুল মালেক বুলবুল, ড, মুহাম্মদ নাসির উদ্দীন, মাওলানা মুখতার রেযা মাসুমী, মাওলানা মুহি উদ্দীন হামেদী, কাজী মুবারক হোসেন ফরায়েজী, হাফেজ মাওলানা ওয়ালী উল্লাহ আশেকী, পীরজাদা মাহবুব উল্লাহ আলকাদেরী,মাওলানা নাজমুস সাদাত ফয়েজী, মাওলানা জালাল উদ্দীন আখঞ্জী, সৈয়দ গোলাম কিবরিয়া আল আজহারী, সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারী, আবদুল মোস্তফা রাহিম আল আজহারী, আরিফুল ইসলাম আশরাফী, আবুল কাশেম, মোহাম্মদ হোসেন, মাওলানা হারুনুর রশিদ সিদ্দীকি, মাওলানা তৌহিদুর রহমান, কাজী মুহাম্মদ জসিম উদ্দীন, অধ্যক্ষ আবু নাসের মুহাম্মদ মুসা, মাওলানা মারুফ বিল্লাহ আশেকী, মোহাম্মদ সাহাব উদ্দীন মীর, মাওলানা এয়াকুব হোসাইন, ইঞ্জিনিয়ার শামসুল আলম কাজল ও পীরজাদা আবু হানিফ বাদল।

 



 

Show all comments
  • MOBASHIR SIFAT ৬ অক্টোবর, ২০২১, ১১:১০ পিএম says : 2
    It's a complete Lie. এ দিনটি পালন করা ইসলামে জঘন্যতম বিদাত। মাননীয় শিক্ষা উপমন্ত্রি ভুল তথ্য দিয়েছেন, আহমাদ রেজা খান বেরলভি ব্রিটিশ দের দোসর ছিল, স্বাধীনটা সংগ্রাম এর বিরোধী, একজন শিক্ষা উপমন্ত্রির এরকম ভুল কোন ভাবেই কাম্য নয়।
    Total Reply(1) Reply
    • ৭ অক্টোবর, ২০২১, ৯:৫৫ পিএম says : 0
  • Muhammad Munirul Hoque ৮ অক্টোবর, ২০২১, ৯:১৯ পিএম says : 0
    The Encyclopaedia of Knowledge খ্যাত, বিশ্ববিশ্রুত ক্ষণজন্মা মহান ইসলামী ব্যক্তিত্ব,হিজরী চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আ'লা হযরত ইমাম আহমদ রেযা খান ফাযেলে বেরেলভী (র) ছিলেন স্বীয় যুগে বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী আলেম দ্বীন। ইসলামী জ্ঞানের বিভিন্ন শাখার উপর প্রায় দেড় সহস্রাধিক মৌলিক গ্রন্থ প্রণয়ন করে তিনি ইসলামী জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন।পাশাপাশি ইসলামের নামে ভ্রান্ত মতবাদ ও বিভ্রান্তিগুলোর অকাট্য ও দাঁতভাঙ্গা জবাব প্রদান করে ইসলামের সঠিক রূপরেখা মুসলমানদের সামনে তুলে ধরেন। তৎকালীন সৌদি গ্র্যান্ড মুফতি ও তাঁর যোগ্যতা স্বীকার করে নেন এবং সম্মাননা প্রদান করেন।তাঁর রচিত ত্রিশখণ্ড বিশিষ্ট "ফাতাওয়া-ই-রযভিয়্যাহ"ফিকাহশাস্ত্রে এক কালজয়ী সংকলন।বর্তমান বিশ্বেও তাঁকে চেনেন না এমন আলেম নেই। প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাঁর জীবন ও কর্মের উপর গবেষণা করে অনেকেই ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। আল্লাহ ও তাঁর রাসূল (সা) এর ভালবাসায় তিনি ছিলেন বিভোর। ব্রিটিশদের কাছ থেকে মুসলমানদের জন্য স্বতন্ত্র আবাসভূমি পাকিস্তান আদায়ে তাঁর দর্শন ও চিন্তাধারায় প্রভাবিত হয়ে জিন্নাহ দ্বিজাতিতত্ত্ব পেশ করেন।তাই পাকিস্তান সৃষ্টির পেছনে অন্যতম নেপথ্য ভূমিকা ছিল তাঁর ।তাঁকে ব্রিটিশদের দোসর বলা জঘন্য মিথ্যাচার ও ভিত্তিহীন প্রলাপ। ইহুদী-নাসারার মদদপুষ্ট মহলের মিথ্যা প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়ে অনেকেই তাঁকে নিয়ে বিরুপ মন্তব্য করেন,যা নিরেট অজ্ঞতা।
    Total Reply(1) Reply
    • Monjur Rashed ৯ অক্টোবর, ২০২১, ৪:০৮ পিএম says : 0
      Thanks brother for revealing the truth. Propaganda can not defame this great personality.
  • KAZI MOHAMMED ১০ অক্টোবর, ২০২১, ১১:৪৭ পিএম says : 0
    Mr mobashir what is your education ,what do you know about ala HAZRAT,I think wahabira moudodi jamatira salafi LA mazhabi soitaner singh.nonsense.stop non .if you have bravo common sense come for arrogant
    Total Reply(0) Reply
  • Monjur Rashed ১১ অক্টোবর, ২০২১, ১:৪৮ পিএম says : 0
    ALA HAZRAT is a lighthouse for Muslim Ummah without any doubt.
    Total Reply(0) Reply
  • tahmid ul islam mitul ৪ ফেব্রুয়ারি, ২০২২, ১:০৮ পিএম says : 0
    কে বৃটিশ,দের দালাল।উনাকে,নিয়ে একমাত্র সালাফি ওহাবী দালাল রাই মিথ্যাচার করে।উনার মাদ্রাসায় দারুল মানজারে,কোন দিন কোন বৃটিশ প্রবেশ করতে পারেনি।কিন্তু আশরাফ আলী থানবী রা বৃটিশ দের থেকে ভাতা পেতেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষা উপমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ