Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরপুর থেকে নিখোঁজ হওয়া সাতজনই উদ্ধার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ১২:৩৪ পিএম

রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ হওয়া চার শিশুসহ মোট সাত জনেরই সন্ধান মিলেছে। রাজধানীসহ অন্যান্য স্থান থেকে তাদের উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার দিবাগত রাতে চার শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা বিভাগ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, গত বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্লবীতে তিন কলেজছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় গত শনিবার চার জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় করা মামলার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, নিখোঁজ ওই তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছে অ্যালিট ফোর্স—র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

ভুক্তভোগী এক কিশোরীর বাবার বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভুক্তভোগী এক কিশোরীর বাবা তাকে জানিয়েছেন—তার মেয়েসহ বাকি দুই শিক্ষার্থীকে উদ্ধার করেছে র‍্যাব।

গত ২৯ সেপ্টেম্বর নিখোঁজ হওয়া দুই শিশুর একটির পরিবারের দাবি, কলম কেনার কথা বলে বাসা থেকে বের হয় শিশুটি। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার সঙ্গে বের হওয়া অন্য শিশুটি তার প্রতিবেশী।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর পল্লবীর বাসা থেকে বের হয়ে তিন কলেজছাত্রী নিখোঁজ হয়। এ ঘটনায় পল্লবী থানার পুলিশ চার জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা চার জনের মধ্যে নিখোঁজ হওয়া কিশোরীদের বন্ধু-বান্ধব ও দুজন প্রেমিক রয়েছে বলে পুলিশের দাবি।

নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের অভিযোগ—তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মুঠোফোন নিয়ে যায়।



 

Show all comments
  • মোঃ রহমান ৬ অক্টোবর, ২০২১, ১:৩১ এএম says : 0
    কিভাবে নিখোঁজ হলো? নাকি অপহরণ, নাকি মানব পাচার? কিছু লিখলেন না কেনো?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ