Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে খুন দেড় মাস পর ঢাকায় গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

নগরীতে স্ত্রীকে খুনের দেড় মাস পর ঢাকার জুরাইনে আত্মগোপনে থাকা স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে চান্দগাঁও থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতার মো. জাহাঙ্গীরের (৪৫) বাড়ি ভোলা জেলায়। তিনি চট্টগ্রাম নগরীর মোহরা এলাকায় জোবাইর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চাকরি করতেন। থাকতেন উত্তর মোহরা এলাকায়। খুনের শিকার রোকসানা বেগম (৪০) জাহাঙ্গীরের দ্বিতীয় স্ত্রী। তিনিও জোবাইর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রান্নার কাজ করতেন। থাকতেন স্বামীর সঙ্গে নগরীর উত্তর মোহরা এলাকায়। জাহাঙ্গীরের প্রথম স্ত্রী কুলসুম বেগম ভোলায় স্বামীর বাড়িতে থাকতেন। গত ১২ আগস্ট স্বামীকে না জানিয়ে তিনি চট্টগ্রাম নগরীতে এসে জোবাইর হোটেলে যান এবং জাহাঙ্গীরের দ্বিতীয় বিয়ের তথ্য পান। এ নিয়ে দ্বিতীয় স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে জাহাঙ্গীর রোকসানাকে বাসায় নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। সেই থেকে পলাতক ছিলেন জাহাঙ্গীর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

২৪ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ