মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিয়ের কয়েক মাস কাটতে না কাটতেই স্ত্রীকে সন্দেহ করতেন স্বামী। মনে করতেন, স্ত্রীর সঙ্গে কারও বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। পরে তার সন্দেহ হয়, নিজের ভাইয়ের সঙ্গেই পরকীয়া করছেন স্ত্রী। এই সন্দেহ থেকেই ক্রোধ জন্মায় স্বামীর মনে। আর সেই ক্রোধের বশে স্ত্রী এবং নিজের ভাইকে খুন করেছেন সেই ব্যক্তি। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বারাবাঁকিতে। এদিকে স্ত্রী ও নিজের ভাইকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সময় নিজের গায়েও গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এছাড়া অভিযুক্ত ওই ব্যক্তি নিজের বাবাকেও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। তার বাবা এখন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, পরকীয়া সম্পর্কের সন্দেহে নিজের স্ত্রী এবং ভাইকে হত্যা করা ওই ব্যক্তির নাম বিজয় কুমার শুক্লা। তিনি দিল্লিতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। স্ত্রীকে খুন করার পরছোট ভাই অজয় শুক্লার (২৭) সঙ্গে তর্ক হয় তার। তখন তাকেও কুপিয়ে খুন করেন তিনি। পরে বাবা নারায়ণ শুক্লার (৬৫) সঙ্গেও ঝামেলা হয় বিজয় কুমার শুক্লার। একপর্যায়ে বাবার ওপর গুলিবর্ষণ করেন তিনি। পাশাপাশি ধারাল অস্ত্র দিয়ে আঘাতও করেছিলেন। এরপর ছাদে উঠে নিজের গায়েও গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, দুইজনই হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলেও জানিয়েছে পুলিশ। টাইমস অব ইন্ডিয়া, টাইমস নাউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।