প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিশ্বখ্যাত কানাডীয়-ফরাসী গায়িকা সেলিন ডিয়নের জীবনী নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র। অস্কার মনোনীত পরিচালন আইরিন টেইলর চলচ্চিত্রটি পরিচালনা করবেন; তিনি ‘বিঅয়্যার দ্য স্লেন্ডারম্যান’ এবং ‘হিয়ার অ্যান্ড নাউ’ ফিল্ম দুটি পরিচালনা করেছেন। বিশ্বখ্যাত গায়িকা ডিয়ন এই প্রামাণ্য চলচ্চিত্রটিতে অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে। সোনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রিমিয়াম কনটেন্ট ডিভিশন, চলচ্চিত্রটি নির্মাণে এসএমই ক্যানাডা এবং ভারমিলিয়ন ফিল্মসের সঙ্গে কাজ করবে। গায়িকার সাফল্য, সফল সব অ্যালবামের কাজ এবং তার অসংখ্য সম্মাননার বিষয়গুলো এতে তুলে ধরা হবে। তার ওয়ার্ল্ড ট্যুর এবং লাস ভেগাসে তার পারফরমেন্সের অভিজ্ঞতাও আসবে এতে। প্রাইম ভিডিওতে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত গায়িকার জীবনীভিত্তিক চলচ্চিত্রটি ‘এলিন’-এর পরপরই এই প্রামাণ্যচিত্রের ঘোষণা এল। এটি নির্মিত হয়েছে রোডসাইড অ্যাট্রাকশন এবং স্যামুয়েল গোল্ডউইন ফিল্মসের ব্যানারে। ডিয়ন তার সুললিত কণ্ঠের জন্য বিশ্বখ্যাত। ‘টাইটানিক’-এর ‘মাই হার্ট উইল গো অন’ তার সবচেয়ে শ্রুত গানের একটি। তিনি রক, আরঅ্যান্ডবি, থেকে শুরু করে গসপেল ও ক্লাসিকাল ধারার গান গেয়ে থাকেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।