বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটের রামপালে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে একই দিনে দটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে ৷ আজ শুক্রবার দুপুরে ও বিকালে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কবীর হোসেন অভিযান পরিচালনা করে বিয়েগুলো বন্ধ করেন ৷
ইউএনও মোঃ কবীর হোসেন জানান, উপজেলার পেড়িখালী ইউনিয়নের জিগিরমোল্লা গ্রামের শেখ ফরিদ উদ্দিন গোপনে তার অপ্রাপ্তবয়স্ক কন্যা মরিয়ম খাতুন (১০ শ্রেনী) ও সিংগড়বুনিয়া গ্রামের রুহুল আমিন হাওলাদার তার অপ্রাপ্তবয়স্ক কন্যা তাছলিম লামিয়া (৮ম শ্রেনী) কে বিয়ে দিতে অনুষ্ঠানের আয়োজন করেন ৷ গোপন সূত্রে জানতে পেরে এই দুই স্থানে অভিযান পরিচালনা করে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে ৷
এ সময় ওই দুই কন্যার পিতাদের কাছ থেকে তাদের কন্যা পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে ৷ বাল্যবিবাহ প্রতিরোধে রামপাল উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ইউএনও ৷
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।