Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতিসংঘের ৭ কর্মকর্তাকে বহিষ্কার করলো ইথিওপিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ৮:৪৮ এএম

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে জাতিসংঘের ৭ জন শীর্ষ কর্মকর্তাকে বহিষ্কার করলো ইথিওপিয়া। বহিষ্কৃত কর্মকর্তাদের ৭২ ঘণ্টার মধ্যে ইথিওপিয়া ত্যাগ করতে হবে। গতকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এ ঘোষণা দেয় দেশটির সরকার। দেশটির সংঘাত কবলিত টাইগ্রে অঞ্চলের লাখো মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি বলে মন্তব্য করায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়।

এ তালিকায় রয়েছেন জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের প্রধান এবং মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় ইউএনওছিএইচএ’র প্রধানও।
গত মঙ্গলবার জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, টাইগ্রে অবরুদ্ধ করে রেখেছে সরকারি বাহিনী। ফলে সেখানকার ৬০ লাখ মানুষের কাছে প্রয়োজনীয় ত্রাণের মাত্র ১০ শতাংশ পাঠানো সম্ভব হচ্ছে।

২০২০ সালের নভেম্বর থেকেই টাইগ্রের স্বাধীনতাকামী গোষ্ঠীর সাথে সরকারের বিরোধ চরম আকার ধারণ করে। হাজার হাজার মানুষের মৃত্যু হয়। এছাড়া দেখা দেয় চরম খাদ্যাভাব। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইথিওপিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ