Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চাঁদাবাজির দায়ে আটক ১০

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালু-পাথর বোঝাই নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে ১০ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর সুনামগঞ্জ সিসিপি-৩। গতকাল ভোরে উপজেলার সুরমা নদীর দুর্লভপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন কাউছার আহমেদ (৩৫), এমদাদুল হক আফিন্দী (৫৫), তার ছেলে মাহি আফিন্দী(২০), জয়নুল হক (৪০), বাদশা মিয়া (৩২), আব্দুল হোসাইন (৫২), নেছার আহমদ (৩০), সামি আফিন্দী (২০), আব্দুন নূর আফিন্দী (৩৩), মানিক মিয়া (৬৫)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর এলাকায় সুরমা নদীতে র‌্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে আসামিদের আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে দু’টি নৌকা, ৮ টি লোহার রডসহ দেশিয় অস্ত্র ও নগদ ২ হাজার ২৩০ টাকা এবং কয়েকটি মোবাইল জব্দ করা হয়।
র‌্যাব-৯ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার সিঞ্চন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ