Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবারের জিম্মায় ছাড়া পেলেন বনি আমিন

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৬:৫৫ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী বনি আমিনকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-৪ এর কমান্ডার মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা তার বিরুদ্ধে বড় ধরনের কিছু পাইনি। তাই তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সে বিভ্রান্তির মধ্যে ছিল। আমরা তাকে এসব বিষয়ে সতর্ক করেছি।’

এদিকে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ এক জরুরী সভায় বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ছাত্রছাত্রীরা যাতে তাঁদের স্বাভাবিক জীবনে ফিরতে পারে সে বিষয়ে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত হয় এবং র‌্যাবের অনুরোধক্রমে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সোহেল আহমেদকে ছাত্র বনি আমিন এর বিষয়টি নিয়ে যোগাযোগ করতে বলা হয়।

এই বিষয়ে অধ্যাপক সোহেল আহমেদ জানান, ‘তিনি আজ র‌্যাব-৪ এর কার্যালয়ে গিয়েছেন। সেখানে বনি আমিনের বাবাও এসেছিলেন। র‌্যাব জানায়, বনি আমিন একজন মেধাবী শিক্ষার্থী ও ধার্মিক হওয়ায় উগ্রগোষ্ঠি তাকে টার্গেট করেছিল, যেটা র‌্যাবের নজরে আসে। তাই র‌্যাব তাকে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে যায়। অবশেষে বনি আমিনকে সতর্ক করে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে।’

বনী আমিনের বাবা আব্দুল জলিল বলেন, ‘আমাদের র‌্যাবের পক্ষ থেকে ডাকা হয়। তারা আমার ছেলে সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে আমার কাছে একটা কাগজে স্বাক্ষর নিয়ে দেড়টার দিকে ছেলেকে আমাদের কাছে দিয়ে দেয়। আমরা এখন বাড়িতে যাচ্ছি।’

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় ক্যাম্পাসের পার্শ্ববর্তী গেরুয়া এলাকায় ভাড়া মেস থেকে বনি আমিনকে তুলে নিয়ে যায় র‌্যাব।



 

Show all comments
  • jack ali ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৯:১৮ পিএম says : 0
    May Allah destroy these Islam hater and wipe out from our country forever. Ammen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাবি

২১ ডিসেম্বর, ২০২২
১৪ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ