মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বুধবার আফগানিস্তানের দ্বিতীয় ভারপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত। তিনি কাবুল ও আঙ্কারার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার আশ্বাস দেন।
তুর্কি দূতাবাস টুইটারে জানিয়েছে, রাষ্ট্রদূত সিহাদ এরগিনে এবং তালেবানের ভারপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী আবদুল সালাম হানাফী ‘তুর্কি ও আফগান জনগণের মধ্যে দৃঢ় বন্ধনের উপর জোর দেন এবং ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সিহাদ এরগিনে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে তালেবানের ভারপ্রাপ্ত বাণিজ্য মন্ত্রী নুরউদ্দিন আজিজির সঙ্গেও সাক্ষাৎ করেছেন। দূতাবাস টুইট করেছে, ‘তারা (এরগিনে এবং আজিজি) দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোর পাশাপাশি শিল্প উৎপাদন বৃদ্ধির জন্য তাদের যৌথ অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং এই লক্ষ্যগুলি অর্জনের উপায় নিয়ে আলোচনা করেছেন।’
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান গত মাসে বলেছিলেন, জাতি যদি নিজের ঐক্য ও সংহতির দিকে নজর দেয় তাহলে আঙ্কারা আফগানিস্তানকে বছরের পর বছর সংঘাত ও সংঘাত থেকে পুনরুদ্ধারে সহায়তা করতে প্রস্তুত। সূত্র: ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।