Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

নগরীর জামতলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৪:৩৪ পিএম

ফতুল্লার জামতলায় সড়ক দূর্ঘটনায় সবুজ আহমেদ (২৭) নামক এক মোটর সাইকেল আরোহীর মত্যু হয়েছে। বুধবার( ২৯ সেপ্টেম্বর) সন্ধায় ফতুল্লার জামতলা ব্রাদার্স সড়কে(এমপি গলির সামনে) এ দূর্ঘটনা ঘটে।
মৃত সবুজ আহমেদ ময়মনসিংহর কোতায়ালী থানার চর দড়ি কুষ্টিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ভোলাইল গেউদ্দার বাজার জুয়েলারী ব্যবসা করতেন ও ফতুল্লার পূর্ব গোপালনগরের আজাদ হোসেনর বাসায় ভাড়ায় বসবাস করতেন।
নিহতর স্ত্রী জানাতুল ফেরদৌস জানান, আমার স্বামী (সবুজ আহমদ) শহরের কালীরবাজার থেকে নিজ ব্যবসায়ীক প্রতিষ্ঠান ভোলাইল গেউদ্দারবাজারের উদ্দেশ্য মোটরসাইকেলযোগ রওনা দিয়েছিলো। পথিমধ্য জামতলা এলাকায় সড়ক দূর্ঘটনায় সবুজ আহমেদ মারা যায়। তবে কিভাবে সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি।অভিযোগ দিলে তা মামলা হিসেবে গ্রহন করা হবে। কিভাবে দূর্ঘটনা হলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ