Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরিফ রূপকথায় ডুবলো রিয়াল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

শেরিফ তিরাস্পোল। নামটা শুনেছেন? না শুনলে নিশ্চয় আপনাকে শূলে চড়ানো হবে না। এই প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এসেছে মলদোভান ক্লাবটি। তবে এখন নিশ্চয় অনেকেই চিনে রাখবে ক্লাবটিকে। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এসেই যে রেকর্ড ১৩ বারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদের মতো দলকে হারিয়ে দিল শেরিফ। সেটাও রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে! গতপরশু ২৫ মিনিটে ইয়াসুরবেক ইয়াখশিবোয়েভের গোলে এগিয়ে যায় শেরিফ। ৬৫ মিনিটে পেনান্টি গোলে সমতা ফেরান করিম বেনজেমা। ৮৫ মিনিটে গোল করে শেরিফকে স্বপ্নের এক জয় এনে দেন সেবাস্তিয়েন থিল। নাতি-নাতনিদের কাছে গল্প করার মতো একটা উপলক্ষ্য পেয়ে গেলেন ইয়াখশিবোয়েভ, থিলরা। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলছিলেন, ‘ম্যাচে কি হলো, সেটা ব্যাখ্যা করা কঠিন। আমার কষ্ট হচ্ছে, কারণ এই ম্যাচে আমাদের হার প্রাপ্য ছিল না। ভাগ্য আমাদের সঙ্গে ছিল না আজ (গতপরশু)।’ মাদ্রিদ কোচ এমন কথা বলতেই পারেন। পুরো ম্যাচে আধিপত্য ছিল রিয়ালের। ৭৬ শতাংশ বলের দখল ধরে রেখে ৩১টি শট নিয়েছে রিয়াল। কিন্তু গোল হয়েছে মাত্র একটি। অপর দিকে যোজন-যোজন পিছিয়ে থাকা শেরিফ শট নিতে পেরেছে ৪টি, তার মধ্যে গোল হয়েছে দুটি।
১৮ মিনিটে করিম বেনজেমার ফ্রি-কিক ঝাঁপিয়ে পড়ে রুখে দেন শেরিফ গোলরক্ষক। তার ছয় মিনিট পর এগিয়ে যায় শেরিফ। মাঝমাঠ থেকে দারুণ এক বল বাড়ান ক্রিশ্চিয়ানো। ফাঁকায় দাঁড়ানো ইয়াখশিবোয়েভ দেখেশুনে হেডে বল জালে জড়িয়ে দেন। দ্বিতীয়ার্ধে গোলের খোঁজে আক্রমণ বাড়ায় রিয়াল। কিন্তু কাজের কাজটা হচ্ছিল না। ৬৫ মিনিটে ভিনিসিয়ুসকে ডি-বক্সে ফেলে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফের্নান্দো। পেনাল্টি পেয়ে যায় রিয়াল। স্পট কিকে গোল করে দলকে সমতায় ফেরান করিম বেনজেমা।
৭৫ মিনিটে লুকা মডরিচের দুর্দান্ত এক শট ঠেকিয়ে দেন শেরিফ গোলরক্ষক। ৮২ মিনিটে কাছাকাছি বল পেয়েও জালে জড়াতে ব্যর্থ রদ্রিগো। ৮৫ মিনিটে দারুণ এক প্রতিআক্রমণে হঠাৎ বল পেয়ে যান অরক্ষিত থিল। তার বুলেট গতির শট রুখতে পারেননি কোর্তোয়া। এরপর বহু চেষ্টা করেও গোল আদায় করতে পারেনি রিয়াল। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মাদ্রিদের ক্লাবটিকে। চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে দাপট দেখিয়েছে লিভারপুল। গ্রæপপর্বের ম্যাচে শুরু থেকে এফসি পোর্তোর ওপর চড়াও হয়ে খেলতে থাকে। সুফলও পেয়েছে। এসেছে একের পর এক গোল। তাতেই গতপরশু রাতে ইয়ুর্গেন ক্লপের দল ৫-১ গোলে পোর্তোকে উড়িয়ে দিয়েছে। বিজয়ী দলের হয়ে দুটি করে লক্ষ্যভেদ করেছেন মোহামেদ সালাহ ও রবের্তো ফিরমিনো। অন্যটি সাদিও মানে।
প্রতিপক্ষের মাঠে মোহামেদ সালাহ ১৮ ও ৬০ মিনিটে গোল দুটি করেন। তার জায়গায় বদলি নেমে ফিরমিনো ৭৭ ও ৮১ মিনিটে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন। মাঝে সাদিও মানে ৪৫ মিনিটে লক্ষ্যভেদ করেন। তারেমি ৭৪ মিনিটে পোর্তোর হয়ে একমাত্র গোল শোধ দেন। দিনের অন্য ম্যাচে অ্যাটলেতিকো মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে এসি মিলানকে। ২০ মিনিটে লিওয়ের গোলে এগিয়ে যায় মিলান। তবে দ্বিতীয়ার্ধের শেষ ৬ মিনিটে ঝলক দেখিয়ে ম্যাচ জিতে নেয় মাদ্রিদ। ৮৪ মিনিটে গ্রিজমান ও ৯০ মিনিটে সুয়োরেজ গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেন। ‘বি’ গ্রæপে লিভারপুল ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। চার পয়েন্ট নিয়ে ঠিক এরপরেই আছে মাদ্রিদ। এদিকে, ইন্টার মিলান ও শাখতার দোনেক্সের ম্যাচ গোল শুন্য ড্র দিয়ে শেষ হয়েছে। এছাড়া বরুশিয়া ডর্টুমন্ট ১-০ গোলে স্পোর্টিং সিপিকে, ক্লাব ব্রæজ ২-১ আরবি লাইপজিগকে ও আয়াক্স ২-০ গোলে বেসিকতাসকে হারিয়েছে।
এক নজরে ফল
আয়াক্স ২-০ বেসিকতাস
শাখতার ০-০ ইন্টার
লাইপজিগ ১-২ ক্লাব ব্রæগ
পোর্তো ১-৫ লিভারপুল
মিলান ১-২ অ্যাট. মাদ্রিদ
ডর্টমুন্ড ১-০ স্পোটিং সিপি
রিয়াল মাদ্রিদ ১-২ শেরিফ

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিয়াল

২১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ