মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তিউনিশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। দেশটির প্রেসিডেন্ট কাইস সাঈদ প্রধানমন্ত্রী হিসেবে খুব অল্প পরিচিতি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রকৌশলী নাজলা বাউডেন রোমধান নাম ঘোষণা করেছেন। তিনি এর আগে বিশ্ব ব্যাংকের সাথে কাজ করেছেন। দেশটির প্রায় সব ক্ষমতা কুক্ষিগত করার প্রায় দুই মাস পর নাজলাকে নিয়োগ দিলেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট।
এমন এক সময় তিউনিসিয়ার নেতৃত্ব দেবেন নাজলা যখন নানামুখী চাপের মধ্যে রয়েছে দেশটি। গত জুলাই মাসে আগের প্রধানমন্ত্রী হিশাম মেশিশিকে বরখাস্ত করেন সাইদ। এ সময় পার্লামেন্ট স্থগিত করে দেশের প্রায় পুরো নির্বাহী ক্ষমতা নিজের হাতে তুলে নেন তিনি। এরপর থেকেই নতুন একটি সরকার গঠনের ব্যাপারে দেশের ভেতর ও বাইরে থেকে ব্যাপক চাপের মধ্যে ছিলেন সাইদ। এ পদক্ষেপকে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা উল্লেখ করে নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা।
এদিকে প্রেসিডেন্ট কায়েস সাইদকে পার্লামেন্টের মাধ্যমে বরখাস্তের আহ্বান জানিয়েছেন মুভমেন্ট পার্টির মহাসচিব লামিয়া আল-খামারি। তিনি বলেছেন, সংলাপের জন্য হাতের কাছে থাকা সব সুযোগ নষ্ট করেছেন এবং পার্লামেন্টের মাধ্যমে তাকে বরখাস্ত করার সময় এসেছে। আল-কুদস আল-আরাবিকে এ কথা বলেন মুভমেন্ট পার্টির মহাসচিব লামিয়া আল-খামারি। তিনি বলেন, কাইস সাইয়েদ অভ্যুত্থান করার সময় যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন তাতে তিনি ‘যুক্তি ও বিচারবুদ্ধির সব ধরনের সীমাই অতিক্রম করেছেন।’
তিনি ব্যাখ্যা করেন, ‘সাইয়েদের পদক্ষেপের ফলে প্রেসিডেন্টের আদেশ সংবিধানের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছে এবং প্রেসিডেন্টের আদেশে দেশের সংবিধান বাতিল হয়ে গেছে। তাই তাকে অপসারণ করা জরুরি হয়ে পড়েছে।’ সূত্র : মিডল ইস্ট মনিটর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।