মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইয়্যেদের অফিস কক্ষে বুধবার (২৭ জানুয়ারি) পাওয়া রহস্যময় একটি খাম খুলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এক কর্মকর্তা। পরিচালক পর্যায়ের ওই কর্মকর্তা ইতোমধ্যে তার দৃষ্টিশক্তি হারিয়েছেন। বুধবার থেকেই তিনি সজ্ঞাহীন অবস্থায় আছেন। দেশটির নিউজ এজেন্সি এমনটাই জানিয়েছে।
এজেন্সি প্রেসিডেন্টের অফিসের একজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যে, ওই খামের মধ্যে কোনো ডকুমেন্ট কিংবা চিঠি ছিল না। তার পরিবর্তে সেখানে কিছু পাউডার (গুড়া) পাওয়া যায়। নিরাপত্তার স্বার্থে ওই খামটি প্রেসিডেন্ট খোলেননি। খুলেছিলেন প্রেসিডেন্টের অফিসের ডিরেক্টর। তার নাম অবশ্য প্রকাশ করা হয়নি।
এদিকে প্রেসিডেন্টের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোলা এক আন-অফিসিয়াল পেজ থেকে বুধবার জানানো হয়েছিল যে, একটি উড়ো চিঠির মাধ্যমে প্রেসিডেন্টকে বিষ প্রয়োগের চেষ্টা করা হয়েছে। খামের মধ্যে রিচিন নামক বিষাক্ত পদার্থ দিয়ে তাকে বিষ প্রয়োগ করার চেষ্টা করা হয়েছিল।
এদিকে গত বছরের আগস্টের ২১ তারিখ তিউনিসিয়ার পুলিশ একটি গোপন সূত্রে জানতে পারে যে, প্রেসিডেন্টকে তার অফিসে আসা পাউরুটির মাধ্যমে বিষ প্রয়োগের চেষ্টা করা হতে পারে। পরে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে এবং এটা গুজব বলে প্রমাণিত হয়। সূত্র : নিউজনাউ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।