Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর জন্মদিনে খুলনায় করোনা ভ্যাকসিন নি‌লেন ৯২ হাজার ৫৪০ জন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:১৮ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে খুলনা জেলায় আজ মঙ্গলবার ৯২ হাজার ৫৪০ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ ৪৪ হাজার ৩৬৩ জন এবং মহিলা ৪৮ হাজার ১৭৭ জন।

খুলনা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রে ১৯ হাজার দুইশত ১৬ জন এবং নয়টি উপজেলায় মোট ৭৩ হাজার তিনশত ২৪ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে ছয় হাজার পাঁচশত ৪৫ জন, বটিয়াঘাটায় ছয় হাজার ২৭ জন, দিঘলিয়ায় ছয় হাজার দুইশত ৮২ জন, ডুমুরিয়ায় ১৫ হাজার সাতশত ২৭ জন, ফুলতলায় সাত হাজার ৫৪ জন, কয়রায় ১০ হাজার ছয়শত ৬২ জন, পাইকগাছায় সাত হাজার ছয়শত ৩৫ জন, রূপসায় ছয় হাজার একশত ১৭ জন ও তেরখাদায় সাত হাজার দুইশত ৭৫ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ