Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নোয়াখালীর ২ পৌরসভা ও ৯১ ইউনিয়নে গণটিকা প্রদান

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৬:৫১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নোয়াখালী ও চৌমুহনী পৌরসভা এবং ৯১টি ইউনিয়নে একযোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রেশন কার্ডের ভিত্তিতে টিকার প্রথম ডোজ নিচ্ছেন আগ্রহীরা। এছাড়াও যাদের একান্ত জরুরি তারা ভোটার আইডি কার্ড জমা দিয়েও টিকা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হওয়া টিকা কার্যক্রম চলে বিকেল ৫টা পর্যন্ত।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নোয়াখালী ও চৌমুহনী পৌরসভার ১৮টি ওয়ার্ডের ১৮টি বুথ এবং ৯১টি ইউনিয়নের ২৭৩টিসহ মোট ২৯১টি বুথে টিকাদান কর্মসূচী চলে। দিনব্যাপী চলা এ কার্যক্রমে মোট ১লাখ ৪১হাজার ব্যক্তিতে সিনোফার্ম এর প্রথম ডোজ টিকা দেওয়ার লক্ষ্যে কাজ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সকাল থেকে কয়েকটি টিকা কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোতে মানুষের ব্যাপক ভিড় রয়েছে। ৯টা থেকে টিকা প্রদান শুরু হলেও সকাল সাড়ে ৭টা থেকে কেন্দ্রে আসতে শুরু করে লোকজন। প্রতিটি কেন্দ্রে পুরুষদের তুলনায় টিকা নিতে নারীদের আগ্রহ বেশি লক্ষ্য করা গেছে। লাইনে দাঁড়ানো লোকজন মাস্ক ব্যবহার করলেও সামাজিক দূরত্ব মানা হয়নি কোথাও। সবকিছু উপেক্ষা করে টিকা গ্রহণ করতে পারায় খুশি তারা।

সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়ন পরিষদে টিকা দিতে আসা মনির নামের একজন জানান, গত ১মাস আগে তিনি এবং তার স্ত্রী টিকার জন্য অনলাইনে আবেদন করেন। আজ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে নিজের পরিষদের সুযোগ পেয়ে দু’জনই টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

জান্নাতুল ফেরদাউস নামের একজন জানান, গত রোববার বাজারের একটি দোকান থেকে অনলাইনে নিবন্ধন করেন তিনি। মাত্র ২দিনে দ্রুত সময়ে টিকা গ্রহণ করতে পেরে খুশি তিনি।

সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, উপজেলা পর্যায়ে ইউনিয়নগুলোর ১নং ওয়ার্ডে টিকাদান কর্মসূচী চলছে। প্রথম ধাপে নোয়াখালী ও চৌমুহনী পৌরসভার ৯টি করে ১৮টি বুথে ও ইউনিয়ন পর্যায়ে ১নং ওয়ার্ডে ২৭৩টি বুথে টিকা দেওয়া হয়। জেলায় ১৮২জন স্বাস্থ্যকর্মী মোট ৯৯টি কেন্দ্রের বুথগুলোতে কাজ করেছে। ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে ৩টি করে বুথ রয়েছে। একজন স্বাস্থ্য সহকারি ও একজন পরিবার পরিকল্পনা সহকারি ছাড়াও প্রতিটি কেন্দ্রে কাজ করছে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। দু’টি পৌরসভা ও ৯১টি ইউনিয়ন থেকে মোট ১লাখ ৪১হাজার লোককে টিকা প্রদানের লক্ষ্যে আমরা কাজ করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ