Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে প্রধানমন্ত্রী শেখহাসিনার জন্মদিন পালন

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৫:১৯ পিএম

নাটোরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের কান্দিভিটাস্থ অস্থায়ী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য রাজনেতিক জীবন নিয়ে আলোচনা করা হয়।
নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জজ কোর্টের পিপি এ্যাড, সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস, জেলা যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান চুন্নু সহ প্রমুখ। তাছাড়াও জেলা আওয়ামী লীগ, মহিলা লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ আওযামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রীর জন্মদিন পালন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ