Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে কেককেটে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ২:৫০ পিএম

সারা দেশের ন্যায় সুনামগঞ্জের ছাতকে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মোৎসব পালন করেছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে পৌরসভা প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুড়ালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল এবং কেন্দ্রীয় সেচ্ছাসেবলীগের সদস্য শাহীন আহমেদ চৌধুরী।

এসময় ছাতক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সিংচাপইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, নাজিমুল হক, নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা. রেদুয়ানুল হক আরজু, উপজেলা আওয়ামীলীগ নেতা আবদুর রইছ মেম্বার, প্রনয় কুমার আচার্য মু্ন্না, নেছার আহমদ, নুর হোসেন, সিলেট মহানগর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সজিব মালাকার, ছাতক উপজেলা যুবলীগ নেতা এসএম দেলওয়ার হোসেন চয়ন, দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স, ফজলে রাব্বী জনী, নুরুজ্জামান চৌধুরী সম্রাট, নজরুল চৌধুরী, ফারুক আহমদ, মামুন মিয়া, মিছাক আহমদ, বিল্লাল আহমদ, আবুল খায়ের টুটুল, পাবেল আহমদ, এখলাছ মিয়া, জাহাঙ্গীর আলম, মিনহাজ উদ্দিন, রাসেল মিয়া, শরিফ হোসেন, উপজেলা শ্রমিকলীগ নেতা স্বপন তরপদার, মঈন উদ্দিন প্রমূখ।
এদিকে, একই সময়ে একই স্থানে, জন্মদিনের কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছেন পৌরসভা সার্ভিস এসোসিয়েশন। এসময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, নাজিমুল হক, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক যুবরাজ চৌধুরী শরিফ, কোষাধ্যক্ষ সুব্রত হালদার, সাংগঠনিক সম্পাদক অজিত কুমার দাস, সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল লাল রায়, প্রচার সম্পাদক আবদুল মালিক রানা, সদস্য রতন দাস, সহ-কর আদায়কারী নাজির হোসেন, ইফতেখার সুমন, বিজয় পাল, আসাদুজ্জামান রতন, আব্বাস উদ্দিন ও শশঙ্ক মালাকার প্রমূখ।

অপরদিকে জন্মদিনের কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। এসময় ছাতক পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, সাধারন সম্পাদক কামরুল হাসান চৌধুরী সজিব, জেলা ছাত্রলীগ নেতা মাহির চৌধুরী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক গনযোগাযোগ উন্নয়ন বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির রুবেল, ছাতক পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাসিত, যুগ্ম সম্পাদক রাজিব তরফদার, রুবেল তালুকদার জনি, ছাতক সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, সহ সভাপতি আবদুল কাদির তালুকদার, যুগ্ম সম্পাদক তারেক আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা তোফায়েল আহমদ তুহিন, মিনহাজ আহমদ, অপু মিয়া, তোফায়েল আহমদ তালুকদার, মনাই মিয়া, রুয়েল মিয়া, শামীম আহমদ, রানা আহমেদ, জিবরান রহমান, রফিকুল ইসলাম রুয়েল, শান্ত সরকার, ফাহিম আহমদ, শাহিনুর রহমান, রফিক আহমেদ ও নাঈম আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন। কেক কাটা শেষে প্রধানমন্ত্রীর শারিরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন, ক্বারী মোহাম্মদ সাইফুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রীর জন্মদিন পালন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ