বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ার দৌলতপুরে ব্যাপক আয়োজনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার ফিলিপনগর পিএসএস মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি ও দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, শহিদুল ইসলাম হালসানা, যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন, সরদার আতিয়ার রহমান আতিক ও আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মকবুল হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ। আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশের কল্যান কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। এরপর উপস্থিত সকলে মধ্যাহ্ন ভোজে অংশ নেন। দৌলতপুর আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন অনুষ্ঠানে দৌলতপুরের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার নেতা-কর্মী ও সুধীজন অংশ নেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।