Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শক্তি প্রদর্শনে আবারও এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো কিম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫২ এএম

শক্তি প্রদর্শনে আবারো মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার একদম ভোরে পূর্ব উপকূল থেকে স্বল্প পাল্লার এই মিসাইল ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

উত্তর ও দক্ষিণ কোরিয়ার উত্তেজনা হ্রাসে উভয় পক্ষ থেকেই সম্প্রতি ইতিবাচক সারা পাওয়া গিয়েছিল। কোরীয় যুদ্ধ সমাপ্তির প্রস্তাব দিয়েছিল দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়াও এই প্রস্তাবকে ইতিবাচক বলে আখ্যায়িত করেছিল৷

তবে এরইমধ্যে আবারো নতুন করে মিসাইল পরীক্ষা চালালো উত্তর। এর একদিন আগে জাতিসংঘে উত্তর কোরিয়ার দূত বলেছিলেন, নিজেদের আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে এবং কেউ এটি অস্বীকার করতে পারবেনা।

এই মাসের শুরুতে পিয়ংইয়ং ব্যালিস্টিক এবং ক্রুজ উভয় ধরণের মিসাইল পরীক্ষা চালায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তর কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ