Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ

সালাহউদ্দিন আহমেদ, নিউইয়র্ক থেকে : | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেয়ার সময় যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মীরা জাতিসংঘ ভবনের সমানে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে। বিএনপি’র ব্যানার ছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেন।
বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় বিএনপি’র সহ আন্তর্জাতিক সম্পাদক জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু ও সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়া (মিল্টন ভূঁইয়া), যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ, শরাফত হোসেন বাবু, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, কেন্দ্রীয় যুবদল নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র জাসাস-এর সভাপতি আলহাজ্ব আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে তারা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠার অভিযোগ তুলে শেখ হাসিনা সরকারের সমালোচনা করে ‘অবৈধ সরকার’ আখ্যা দেন এবং অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। তারা বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে কখনোই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। এসময় তারা সরকারবিরোধী এবং দলের পক্ষে নানা সেøাগান দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ