মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হাঙরের কয়েক হাজার পাখনা জব্দ করেছে কলম্বিয়া। বোগোতা বিমানবন্দর থেকে হংকংয়ে পাচার হওয়ার সময় হাঙরের সাড়ে তিন হাজারের মতো পাখনার একটি বড় চালান জব্দ করা হয়েছে। কলম্বিয়া কর্তৃপক্ষ শুক্রবার এ তথ্য নিশ্চিত করে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। কলম্বিয়ার পরিবেশবিষয়ক কর্তৃপক্ষ জানায়, যেসব পাখনা উদ্ধার করা হয়েছে তা কমপক্ষে ৯শ থেকে এক হাজার হাঙরের হবে এবং পাখনাগুলোর দৈর্ঘ্য ১ থেকে ৫ মিটার (৩ থেকে ১৬ ফুট)। স্বাস্থ্যের জন্য উপকারি হিসাবে বেশ কয়েকটি দেশে হাঙরের পাখনা বিক্রি হয়। বোগোতার পরিবেশমন্ত্রী ক্যারোলিনা উরুটিয়া বলেন, কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রোল্ডানিলো থেকে অবৈধভাবে প্যাকেজিং করে এসব পাখনা পাচার করা হচ্ছিল। এর আগে একটি জাহাজ কোম্পানির পক্ষ থেকে পাচারের বিষয়ে পরিবেশবিষয়ক কর্তৃপক্ষ ও পুলিশকে সতর্ক করা হয়েছিল বলেও জানান তিনি। দেশটির পুলিশ এই ঘটনার তদন্ত করছে উল্লেখ করে তিনি আরও বলেন, ওই জাহাজ কোম্পানির সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোথা থেকে এবং কিভাবে এই চালান পাচার করা হচ্ছিল এবং কোথায় যাচ্ছিল তার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।