Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

সাগরে ‘জ্বলছে’ বিশাল হাঙর!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

হাঙরের দেহ কখনও জ্বলজ্বল করতে দেখেছেন? এমনই একটি ভিডিও ঘিরে নেটাগরিকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। ‘ওয়ান্ডার অব সায়েন্স’ তাদের টুইটার অ্যাকাউন্টে এই ভিডিও শেয়ার করেছে। হাঙরের চারপাশে তারার মতো অসংখ্য আলো জ্বলজ্বল করছে। দেখে মনে হবে রাতের আকাশে সাঁতার কাটছে হাঙরটি।
চমকের এখানেই শেষ নয়, শুধু আশপাশই নয়, হাঙরের শরীরটাও জ্বলজ্বল করছিল। দেখে মনে হবে, কোনও শিল্পী অসংখ্য এলইডি হাঙরের গায়ে আটকে দিয়েছেন। প্রথম দর্শনে আবার এটিকে কোনও গ্রাফিক বলেও মনে হতে পারে। কিন্তু প্রকৃতির যে কত রূপ এখনও আমাদের কাছে অধরা রয়ে গেছে। তেমনই একটি অধরা রূপ ধরা পড়ল সাগরের নিচে।
কেন এ রকম জ্বলজ্বল করছে হাঙরের শরীর? জানা গেছে, এক ধরনের ছত্রাকের কারণেই এই ঘটনা ঘটেছে। এগুলো বায়োলুমিনিসেন্ট ছত্রাক। রাসায়নিক বিক্রিয়ার কারণে এই ছত্রাকের গা থেকে নীলচে-সবুজ রং বিচ্ছুরণ হয়। ডায়নোফল্যাগেলেটস নামে এই ছত্রাকগুলি সাগরের পানির উপরিভাগে জন্মায়। রাতের বেলায় জ্বলজ্বল করে।
হাঙরের গায়ে সেই ছত্রাকগুলো আটকে থাকায়, সেটির দেহও জ্বলজ্বল করছিল। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নজর কেড়েছে নেটাগরিকদের। সাগরের নিচের জগৎ যেমন ভয়ঙ্কর, তেমনই সুন্দর। আর সেই সুন্দর রূপটিও ধরা পড়েছে ক্যামেরায়। সূত্র : এনবিসি নিউজ, ফাস্টপোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাগরে ‘জ্বলছে’ বিশাল হাঙর!

৮ সেপ্টেম্বর, ২০২২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ