মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তিন দিনের মার্কিন সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেও তাড়া করল কৃষক আন্দোলন। বেশ কিছু আমেরিকাবাসী ভারতীয় কৃষি আইন নিয়ে বিক্ষোভ দেখান হোয়াইট হাউজের সামনে।
হোয়াইট হাউজের সামনে লাফায়েট স্কোয়্যার পার্কে বেশ কিছু ভারতীয় পোস্টার হাতে হাজির হন। পোস্টারে লেখা ছিল, ‘সেভ ইন্ডিয়া ফ্রম ফ্যাসিজম’। ফ্যাসিজমের হাত থেকে দেশকে রক্ষা করার পাশাপাশি মোদি-বিরোধী স্লোগানও শোনা গেল তাঁদের গলায়।
আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করেন মোদি। দেশের অভ্যন্তরে অশান্তির জন্য মোদিকেই দায়ী করে বাইরে বিক্ষোভ চলতে থাকে। অভিযোগ করা হয়, মোদি এবং বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দেশে যত অশান্তি। কাশ্মীরে আইন-শৃঙ্খলার অবনতি, ধর্মীয় মেরুকরণ সবই এই বিজেপি আসার পর ঘটেছে দাবি করে বিক্ষোভ দেখালেন প্রবাসীরা। তিন কৃষি আইনও কৃষক বিরোধী বলে দাবি তাঁদের। সূত্র : আজকাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।