মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদে গত শুক্রবার হোয়াইট হাউজের সামনে জুমার নামাজ পড়ে এর প্রতিবাদ জানিয়েছেন দেশটির মুসলিমরা। আমেরিকান মুসলিম কমিউনিটির আহ্বানে কয়েকশ’ মুসলিম প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউজের সামনে জড়ো হন। এরপর পাটি বিছিয়ে তারা সেখানে জুমার নামাজ আদায় করেন। সেখানে নামাজ আদায় শেষে মুসল্লিরা বিক্ষোভ করে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। বিক্ষোভকারীদের অনেকেই মাথায় ফিলিস্তিনিদের কেফিয়া এবং হাতে পতাকা বহন করেন। অনেকের হাতে ছিল ইসরাইলের দখল করা পশ্চিমতীর, পূর্ব জেরুজালেম ও আল আকসা মসজিদের প্ল্যাকার্ড। বিক্ষোভে অংশ নেন নিহাদ আওয়াদ, যিনি দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআ)- এর নির্বাহী পরিচালক। প্রসঙ্গত, বুধবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তৃতার সময় জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির কথা জানান এবং তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সেখানে স্থানান্তরের ঘোষণা দেন। তিনি ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ট্রাম্প জেরুজালেম এবং ফিলিস্তিনের মাটির মালিক নন। তিনি ট্রাম্প টাওয়ারের মালিক। ইসরাইলকে কিছু দিতে চাইলে এটি দিয়ে দিক। মার্কিন প্রেসিডেন্টকে খ্রিস্টান ধর্মের উগ্রপন্থী বলে মন্তব্য করে তিনি বলেন, ট্রাম্পের উচিত আমেরিকান স্বার্থরক্ষায় সর্বপ্রথম কাজ করা। অন্যের লবিংয়ে, তাদের ঘুঁটি হয়ে কাজ না করা। আরেক বিক্ষোভকারী জাহিদ আল-হারশেহ বলেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত শান্তির জন্য নয়। তিনি সেখানে আরো গন্ডগোল তৈরি করছেন। এতে মুসলিম বিশ্বের মনে অসন্তোষ তৈরি হয়েছে। বুধবার রাতে ট্রাম্পের ঘোষণার পরই ফিলিস্তিনের পশ্চিমতীরে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। ইসরাইল গাজায় বিমান হামলা চালিয়েছে। এতে বহু হতাহত হয়েছে। গাজার প্রতিরোধ আন্দোলন হামাস নতুন করে ইন্তিফাদার ঘোষণা দিয়েছে। আর এমন অস্থিতিশীল অবস্থার প্রেক্ষাপটে শুক্রবার রাতে জাতিসংঘে ব্রিটেনের রাষ্ট্রদূত ম্যাথু রেক্রফট নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেন। বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে সদস্য দেশগুলো। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।