Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করণীয় নির্ধারণে দ্বিতীয় দফায় বিএনপির বৈঠক

তিন বিভাগের নেতাদের কথাতেও আন্দোলনের সুর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:১৫ এএম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের ভবিষৎ করণীয় ও নীতিনির্ধারণে মাঠের নেতাদের মতামত নিতে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। এরই অংশই হিসেবে দ্বিতীয় দফায় গতকাল বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শেষ দিনের বৈঠকে বসছে দলটির হাইকমান্ড। বৈঠকে রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের বিএনপি নির্বাহী কমিটি সদস্য ও জেলা বিএনপি সভাপতিরা অংশ নিয়েছিলেন। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বৈঠক উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
এছাড়া উপস্থিত ছিলেন- নজরুল ইসলাম মোল্লা, নাজিম উদ্দীন আলম,হাফিজ ইব্রাহিম, আবুল হোসেন, মেসবাহউদ্দিন ফরহাদ, আব্দুস সোবহান, গাজী নুরুজ্জামান বাবুল,আলমগীর হোসেন, হাসন মামুন, রফিক ইসলাম মাহতাব, হায়দার আলী লেলিন, দুলাল হোসেন, গোলাম নবী আলমগীর, নাসের রহমতুল্লাহ, এলিজা জামান,কামরুল ইসলাম সজল,ডাক্তার শহীদ হাসান, আব্দুর রশিদ চুন্নু মিয়া,মাসুদ অরুণ, শহিদুল ইসলাম, রেজা আহমেদ বাচ্চু মোল্লা, শহীদুজ্জামান বল্টু,আব্দুল ওয়াহাব,শাহানা রহমান রানী,ট এস আইয়ুব, আবুল হোসেন আজাদ, মতিউর রহমান ফরাজি, বিশ্বাস জাহাঙ্গীর আলম, শেখ মজিবুর রহমান, অহিদুজ্জামান দীপু,সাহাবুজ্জামান মোর্তজা,শফিকুল আলম,মনা,মনিরুজ্জামান মনি,কাজী আলাউদ্দিন, ডাক্তার শহীদুল আলম,মীর রবিউল ইসলাম লাভলু,খান রবিউল ইসলাম রবি,সৈয়দ সাবেরুল হক সাবু,সাবরা নাজমুল মুন্নী, ফরিদা ইয়াসমিন, রাগিব রউফ চৌধুরী, আবু সাঈদ, আয়েশা সিদ্দিকা মনি,নার্গিস ইসলাম, এ টি এম আকরাম হোসেন তালিম, ইফতেখার আলী,হাফিজুর রহমান, গোলাম মোস্তফা, মাহবুবুর রহমান হারিছ,লাভলী রহমান, আলী আজগর হেনা,শামসুল আলম প্রামাণিক, এ কে এম মতিউর রহমান মন্টু,এম আকবর আলী, এ কে এম সেলিম রেজা হাবিব, সিরাজুল ইসলাম সরদার,আব্দুল মতিন,আবু বকর সিদ্দিক, জয়নাল আবেদীন চান,গোলাম মোহাম্মদ সিরাজ, সীনকী ইমাম খান,জহুরুল ইসলাম বাবু এ কে এম আনোয়ারুল ইসলাম, সাইদুর রহমান বাচ্চু, ফয়সাল আলীম,রমেশ দক্ত, দেবাশীষ মধু রায়,আনোয়ার হোসেন ব্লুু,রোমানা মাহমুদ, শামসুল হক প্রমূখ।
সভায় অন্যান্য বিভাগের তৃণমূলের নেতাদের মতো এই তিন বিভাগের নেতারাও আন্দোলনের পক্ষে কথা বলেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের দাবিতে আন্দোলনের ঘোষণা দেয়ার কথা বলেছেন। তৃণমূল নেতাকর্মীরা জীবন বাজী রেখে এসব কর্মসূচি সফল করবেন বলেও তারা অঙ্গীকার করেছেন। একইসাথে বিগত দিনের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা থেকে রাজধানীতে কর্মসূচি সফল করার জন্য পরামর্শ এবং দাবি জানিয়েছেন তৃণমূলের নেতারা।
বৈঠক সূত্রে জানা যায়, রাজশাহী বিভাগের একাধিক নেতা জানিয়েছেন, বিগত যেকোন আন্দোলন সংগ্রামে ঢাকার বাইরে সফল কর্মসূচি হয়েছে। বেশিরভাগ জেলাই নেতারা অচল করে দিতে পেরেছিলেন। কিন্তু রাজধানীতে আন্দোলন সফল করতে ব্যর্থ হওয়ার কারণে সারাদেশের আন্দোলনই ব্যর্থ হয়েছে। এজন্য এবার একযোগে সফল কর্মসূচি পালন করতে হবে। এজন্য ঢাকায় যেসবক নেতাকর্মী রয়েছেন তাদেরকে রাজপথে অবস্থানের নিশ্চয়তাও চান তারা।
সভায় শোক প্রস্তাব উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক ইমরান সাহলে প্রিন্স। পরিচালনা করছেন- প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। আরও উপস্থিত আছেন তথ্য গবেষণা সম্পাদক রিয়াজুদ্দিন নসু, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মনির হোসেন, বেলাল আহমেদ। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব
এ বি এম আব্দুস সাত্তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্দোলন

৪ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ