Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্কার নিয়ে জামালদের নতুন শুরু

লাল-সবুজ জার্সিতে পুলকিত এলিটা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৫ এএম

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জামাল ভূঁইয়াদের নিয়ে কাজ শুরু করেছেন জাতীয় দলের অন্তর্বর্তীকালীন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলনে ২৭ সদস্যের জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডের সব ফুটবলারই উপস্থিত ছিলেন। এই দলে ঘরোয়া সর্বোচ্চ লিগের টানা দুইবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসেরই ১০ জন ফুটবলার রয়েছেন। তাদের কাছে অস্কার পুরাতন হলেও ভিন্ন ক্লাব থেকে আসা বাকি ১৭ জনের কাছেই তিনি নতুন। মিশনও নতুন। তাই ব্রিটিশ কোচ জেমি ডে’র বিদায়ের পর নতুন কোচের তত্বাবধানে অনুশীলনের প্রথম দিন জাতীয় দলের ফুটবলাররা ছিলেন বেশ উচ্ছ্বসিত। অস্কার ব্রুজোনের অধীনে অনুশীলনের অভিজ্ঞতা নিয়ে শিহরিত অধিনায়ক জামাল ভূঁইয়া। আর প্রথমবার জাতীয় দলে ডাক পেয়ে লাল-সবুজ জার্সিতে অনুশীলন করতে পেরে পুলকিত ছিলেন নাইজেরিয়ান বংশোদ্ভুত সদ্য বাংলাদেশী এলিটা কিংসলে।
আগামী মাসের শুরুতে মালদ্বীপের রাজধানী মালেতে মাঠে গড়াবে দক্ষিণ এশিয়া ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের ফাইনালে চোখ বাংলাদেশের। তাই নতুন মিশনকে সামনে রেখে কাল অনুশীলনে দেখা গেল নতুন এক বাংলাদেশ দলকে। খেলোয়াড়রা সব প্রায় পুরাতন হলেও পুরো কোচিং স্টাফ নতুন। বঙ্গবন্ধু স্টেডিয়ামের অনুশীলনে কোচিং স্টাফের গায়ে ধবধবে সাদা টিশার্ট ও শর্টস। আর ফুটবলারদের গায়ে লাল-সবুজ টিশার্ট ও সাদা শর্টস। অনুশীলনের শুরুতে গোল পোস্টের সঙ্গে রশি ঝুলিয়ে শিষ্যদের দোলাতেও দেখা গেল গুরু অস্কারকে। প্রায় দুই ঘন্টার নতুন এক অনুশীলন শেষে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘প্রথমদিনের অনুশীলনে কোচ আমাদের সঙ্গে পরিচিতি হয়েছেন। আমাদেরকে বুঝিয়েছেন উনার পরিকল্পনা কি, কিভাবে খেলতে হবে। উনি কি চান।’ ডেনমার্ক প্রবাসী মিডফিল্ডার যোগ করেন, ‘আমরা সবাই সবাইকে চিনি। দীর্ঘসময় আমরা একসঙ্গে ছিলাম জাতীয় দলে। ভাল একটি গ্রুপ। তবে অস্কার আজ (গতকাল) বসুন্ধরা কিংসের বাইরে আমরা যারা আছি, তাদেরকে বেশি সময় দিয়েছেন। তিনি ভাল কিছু করতে চান। ইনশাল্লাহ ভাল কিছুই হবে সাফে।’ জামাল আরো বলেন, ‘প্রথম দিনে আমরা ফোকাস অব দ্য বল আর পাসিং নিয়ে কাজ করেছি। মনে হচ্ছে নতুন ফর্মেশন অস্কার পছন্দ করেন। যদিও জেমি ৪-৩-৩ ফর্মেশনে খেলিয়েছেন। এটা আমার পছন্দের পদ্ধতি। কিরগিজস্তানে আবার ৩-৪-৩ ফর্মেশনেও খেলিয়েছেন জেমি। তবে অস্কারের ফর্মেশন আমি বলতে চাই না।’ নতুন কোচ সম্পর্কে অধিনায়ক বলেন, ‘আমাদের নতুন কোচ শেষ তিন বছর বাংলাদেশেই কাজ করছেন। তিনি প্লেয়ারদের সম্পর্কে সব জানেন। সবাইকে তিনি চেনেন। তাই আজ (গতকাল) সবাইকে সব কিছু ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন।’
বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর এই প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়ে লাল-সবুজ জার্সি গায়ে চাপিয়েছেন নাইজেরিয়ান বংশোদ্ভুত সদ্য বাংলাদেশী ফরোয়ার্ড এলিটা কিংসলে। এতে তিনি বেশ আনন্দিত, পুলকিতও দারুণ। এটা স্বীকারও করলেন কিংসলে, ‘বাংলাদেশ জাতীয় দলের জার্সি পড়েছি। আজ আমার জন্য অনেক সৌভাগ্যের একটি দিন। আমি ইমোশনাল হতে চাই না। কারণ যখন জার্সি গায়ে চাপিয়েছি তখন ইমোশনাল হলে চলবে না। এখন আমি আমার কাজের প্রতি মনোযোগি হতে চাই। জাতীয় দলের হয়ে বাংলাদেশের জন্য কিছু করে দেখাতে চাই।’ তিনি আরো বলেন, ‘সব কিছু আমার জন্য নতুন নয়। কারণ অস্কারের অধীনে আমি আগেও খেলেছি। আমি জানি সব কিছু একই থাকবে আমার জন্য। সাফে আমরা ভালো করতে চাই। অনুশীলনে আমি এটাই উপভোগ করলাম। আমরা একসঙ্গে টিম বাংলাদেশ হয়ে এখানকার মানুষের জন্য জয় ছিনিয়ে আনতে চাই।’ এলিটা যোগ করেন, ‘যদি আমি সেরা একাদশে খেলতে পারি, তাহলে আমি প্রমাণ করে দেবো কেন আমি এই জার্সি গায়ে চাপাতে চেয়েছি।’
নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অস্কার বলেন,‘প্রথমদিনের অনুশীলনে বেশ ভালো সময়ই কেটেছে। আমরা সরাসরি গেম ফরমেশন নিয়ে কাজ করেছি।’ অস্কার এতো দিন ছিলেন ক্লাব কোচ। এখন জাতীয় দলের। দুই জায়গার ভূমিকার পার্থক্য সম্পর্কে তিনি বলেন,‘অবশ্যই দু’টোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমার কাছে এটি নতুন পরিবেশের মতো। দীর্ঘ ১৩ মাসের মৌসুম শেষ করে এখন নতুন দায়িত্ব।’
বুধবার জাতীয় দল ঘোষণার ছয় ঘন্টা পর আবাহনীর ডিফেন্সিভ মিডফিল্ডার হৃদয়কে ডাকা হয়েছে। এ নিয়ে ফুটবলাঙ্গনে প্রচুর কানাঘুষা। এ প্রসঙ্গে অস্কারের কথা,‘সে বসুন্ধরার সঙ্গে শেষ ম্যাচে দারুণ খেলেছে। এছাড়াও গত কয়েকটি ম্যাচে ভালো করেছে। ভবিষ্যতকে সামনে রেখে তাকে ডাকা হয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্কার

২২ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ