প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমা অস্কারের ৯৪তম আসরে সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছে। সিনেমাটি হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ‘দ্য গ্রেভ’। এটি পরিচালনা, চিত্রনাট্য, কাহিনী ও সংলাপ করেছেন গাজী রাকায়েত। আগামী ২৭ জানুয়ারি অস্কারের চূড়ান্তপর্বের মনোনয়নের জন্য ভোটগ্রহণ শুরু হবে এবং ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের তালিকা জানানো হবে। গত বৃহস্পতিবার অস্কার কর্তৃপক্ষ এ বছরের নির্বাচিত ২৭৬ টি ফিচার সিনেমার নাম ঘোষণা করেছে। তালিকায় স্থান করে নিয়েছে, বিয়িং দ্য রিচার্ডোস (আমাজন স্টুডিওস), বেলফাস্ট (ফোকাস ফিচার্স), কাম অন কাম অন (এটুয়েন্টিফোর), ক্যান্ডিম্যান (ইউনিভার্সাল পিকচার্স), কোডা (অ্যাপল ওরিজিনাল ফিল্মস), ডিউন (ওয়ার্নার ব্রাদার্স), এনচ্যান্টো (ওয়াল্ড ডিজনি পিকচার্স), হাউজ অব গুচি (এমজিএম), নাইটমেয়ার অ্যালে (সার্চলাইট পিকচার্স), প্যারালেল মাদার্স (সন পিকচার্স ক্লাসিকস), দ্য পাওয়ার অব ডগ (নেটফ্লিক্স), আ কোয়াইট প্লেস পার্ট টু (প্যারামাউন্ট পিকচার্স),স্পন্সার (নিয়ন/টপিক স্টুডিওস),স্পাইডার ম্যান: নো ওয়ে হোম (সনি পিকচার্স) ও ওয়েস্ট সাইড স্টোরি (টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিও)। দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি সিনেমা দ্য গ্রেভ। এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়েছে চ্যানেল আইয়ের পর্দায়। ইংরেজি ভার্সনে তৈরি দ্য গ্রেভ হলিউডের প্রেক্ষাগৃহে ছাড়াও আমেরিকান একাধিক ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে। পরিচালনার পাশাপাশি সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, দিলারা জামান, শামীমা তুষ্টি, মৌসুমী হামিদ, সুষমা সরকার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।