প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
উপমহাদেশের আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন নায়িকা ববিতা তার ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করলেও কখনো পরিচালনায় যুক্ত হননি। অভিনেত্রী হিসেবেই থেকে গেছেন। তবে কিছু সিনেমা প্রযোজনা করেছেন। ‘ফুলশয্যা’, ‘পোকা মাকড়ের ঘর বসতি’, ‘আগমন’, ‘লটারী’, ‘লেডি স্মাগলার’, ‘দেশী রংবাজ’ সিনেমাগুলো প্রযোজনা করেছেন তিনি। সিনেমা পরিচালনার আগ্রহ যে একেবারে ছিল না, তা নয়। সময় সুযোগ হয়ে উঠেনি বলে করা হয়ে উঠেনি। ববিতা এখন কানাডায় তার ছেলের কাছে রয়েছেন। সেখান থেকে মোবাইল ফোনে বলেন, ‘একটা সময় অনেক ইচ্ছা ছিল, জীবনে অন্তত একটি সিনেমা হলেও পরিচালনা করবো। সেই ইচ্ছা যে এখন নেই, তা নয়। তবে সিনেমা পরিচালনার কাজটি অনেক কঠিন। চাইলেই সিনেমা পরিচালনা করা যায়না। বিষয়টি এমন নয় যে, আমি সিনেমা পরিচালনা করবো এবং বেশ কয়েকজন সহযোগী নিয়ে কাজ করবো, আর পরিচালক হিসেবে আমার নাম যাবে। এমনটি চাইলে অনেক আগেই পরিচালক হতে পারতাম। আমার কাছে মনে হয়েছে, পরিচালনা বিষয়ে পুরোপুরি জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তারপর পরিচালনায় আসতে হবে। বাস্তব শিক্ষাটা খুব জরুরি। আমার দীর্ঘ অভিনয় জীবনে অনেক গুণী পরিচালকের পরিচালনায় কাজ করেছি। তাদের কাজ কাছ থেকে দেখেছি। একটা অভিজ্ঞতা তো রয়েছে। তারপরও আরও জানতে হবে। যদি মনে করি, সিনেমা পরিচালনা করা যাবে, তখন অবশ্যই পরিচালনা করব। এদিকে বেশ কয়েক বছর ধরে ববিতা নতুন কোন সিনেমায় অভিনয় করছেন না। সিনেমায় কাজ করার প্রস্তাব পেলেও, গল্প পছন্দ না হওয়ায় ফিরিয়ে দিয়েছেন। সর্বশেষ তাকে নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।