Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ববিতার কোনো ফেসবুক আইডি নেই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতার ফেসবুক আইডি নেই। অথচ তার নামে রয়েছে একাধিক আইডি। এসব আইডি ব্যবহার করে অনেকে প্রতারণা করছে বলে অভিযোগ উঠেছে। এজন্য ববিতা আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার কোনো অ্যাকাউন্ট নেই। অথচ ফেসবুকে নাকি আমার নাম ব্যবহার করে অনেকেই প্রতারণার ফাঁদ পেতেছেন। শুধু আমরা নামেই নয়, আমার ছেলে অনীকের নামেও রয়েছে বেশকিছু ভুয়া আইডি। তিনি জোর দিয়ে বলেন, আমি সোশ্যাল মিডিয়ায় অভ্যস্ত নই। পছন্দও করি না। চেষ্টা করি ফোনও কম ব্যবহার করতে। দীর্ঘদিন ধরে শুনে আসছি আমার আইডি রয়েছে। পরিচিত অনেকে আমাকে জানান, তারা নাকি আমার সঙ্গে ফেসবুকে আছেন। অথচ আমার তো কোনো আইডি-ই নেই। ভয় হচ্ছে এসব ভুয়া আইডি থেকে না আবার কারো ক্ষতি করা হয়। কারণ অনেকে বলছে, এসব আইডি থেকে নাকি টাকা চাওয়া হচ্ছে। তাই সিদ্ধান্ত নিয়েছি, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেব। আমার নামে ও আমার ছেলে অনীকের নামে যে আইডিগুলো আছে সেগুলো বন্ধ করবো।



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ